X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের চেতনা বিনাশীদের মনোনয়ন না দেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৯

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সংবাদ সম্মেলন যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনা বিনাশী মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে যুক্ত তাদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে এ আহ্বান জানান কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে একাত্তরের গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে তাদের মনোনয়ন দেওয়া যাবে না এবং গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সন্তান, পিতার অপরাধের জন্য অনুতপ্ত না হলে এবং এজন্য শহীদ পরিবার ও জাতির কাছে ক্ষমা না চাইলে তাদেরও মনোনয়ন দেওয়া যাবে না।  এছাড়া যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনাবিনাশী মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে যুক্ত, তাদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

শাহরিয়ার কবির আরও বলেন, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র আমাদের সংবিধানের পরিপন্থী হওয়ার কারণে উচ্চ আদালত জামায়াতকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করেছে। তারা দলীয়ভাবে নির্বাচন না করলেও ২০১৩ সালের পর স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন পর্যায়ের নেতারা স্বতন্ত্রভাবে কিংবা অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করেছে এবং কিছু এলাকায় জয়ী হয়েছে। নির্বাচনী প্রচারণায় তারা দলের গঠনতন্ত্র অনুযায়ী মওদুদিবাদী দর্শন এবং দলের উদ্দেশ্য, লক্ষ্য ও কর্মসূচি প্রচার করেন, যা বাংলাদেশের সংবিধান এবং উচ্চ আদালতের রায়ের পরিপন্থী। নির্বাচনে ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রচারণা নিষিদ্ধ হলেও জামায়াতে ইসলামী এবং সমচরিত্রের মৌলবাদী সাম্প্রদায়িক দলগুলো নির্বাচনের সময় ওয়াজের নামে কিংবা জুমার নামাজে খুৎবার সময় রাজনৈতিক বক্তব্য দেন।

কিনি বলেন, ‘তারা মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসের বিপক্ষে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে, মুক্তচিন্তার মানুষের বিরুদ্ধে এবং ভিন্ন ধর্মের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষমূলক প্রচারণা চালিয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের জমিন তৈরি করে। নির্বাচনের সময় এ ধরনের ঘৃণা-বিদ্বেষ প্রচারকারীদের কঠোর শাস্তির আওতায় আনার জন্য নির্বাচন কমিশন ও সরকারের কাছে আহ্বান জানাই। ’

শাহরিয়ার কবির বলেন, ‘প্রচলিত আইনের সীমাবদ্ধতার কারণে নির্বাচনের সময় কিংবা অন্য সময় সাম্প্রদায়িক নির্যাতন বন্ধ করা যাচ্ছে না । তাই সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা উচিত। যদি নির্বাচনের আগে এই আইন প্রণয়ন সম্ভব না হয় তাহলে সাম্প্রদায়িক সন্ত্রাসের জন্য দায়ী ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনে দ্রুত বিচার আদালতে বিচার করার দাবি জানাই।’

সংবাদ স‌ম্মেল‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন বিচারপতি নিজাম, অধ্যাপক মুনতাসির মামুন ,শ্যাম‌লী নাসরিন চৌধুরী, মু‌ক্তি‌যোদ্ধা আমজাদ হো‌সেন প্রমুখ।

 

/এসও/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!