X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘মেডিয়েশন-আরবিট্রেশন’ মামলাজট নিরসনের পথ: বিচারপতি সোহেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৪

 

‘ডেফিনেশন অব মেডিয়েশন’ নামক বইয়ের মোড়ক উন্মোচনে অতিথিরা মামলাজট নিরসনে আদালতের বাইরে দেশের দেওয়ানি ও বাণিজ্যিক আপত্তি নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল। বুধবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীতে ‘ডেফিনেশন অব মেডিয়েশন’ নামক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ‘আইনমন্ত্রী সংসদে জানিয়েছেন বর্তমানে দেশে ৩০ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। এই মামলাজট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি, মেডিয়েশন এবং আরবিট্রেশনের ওপর গুরুত্ব দিতে হবে। কেননা মেডিয়েশন এবং আরবিট্রেশনই মামলাজট নিরসনের একমাত্র পথ।’

এসময় পার্শ্ববর্তী দেশ ভারত বিচারব্যবস্থায় মেডিয়েশন-আরবিট্রেশন পদ্ধতির সফল প্রয়োগের সুফল পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আদালতের বাইরে দেশের দেওয়ানি ও বাণিজ্যিক আপত্তি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী ও ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাক্রিডিটেড মেডিয়েটর ইরাম মজিদ যৌথভাবে বইটি লিখেছেন।

বিচারপতি আহমেদ সোহেল আরও বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে মামলাজট নিরসন এবং দ্রুত ন্যায়বিচার প্রতিষ্ঠায় মেডিয়েশন পদ্ধতি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বাংলাদেশেও মামলাজট নিরসনে মেডিয়েশন-আরবিট্রেশনকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে গবেষণার ব্যবস্থা করা এবং উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে সরকারকে উদ্যোগী হতে হবে।’

তিনি এসময়, বাংলাদেশের বিচার ব্যবস্থায় মেডিয়েশন আন্দোলনকে ছড়িয়ে দিতে ভূমিকা পালন করায় এবং আন্তর্জাতিক মানের মেডিয়েশন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণে বিমসের প্রতিষ্ঠাতা এসএন গোস্বামীকে ধন্যবাদ জানান।

মোড়ক উন্মোচনের আগে বিমসের দুই দিনব্যাপী আন্তর্জাতিকমানের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন বিচারপতি আহমেদ সোহেল।

বিমসের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চার্টার্ড ইনস্টিটিউট অব আরবিট্রেটর্সের (ইউকে) কোর্স ডিরেক্টর মি. ইনবাভিজান, আন্তর্জাতিক মেডিয়েটর কে এস শর্মা, বিমসের রিজওনাল ডিরেক্টর অ্যাক্রিডিটেড মেডিয়েটর ইরাম মজিদ, বিমসের সেক্রেটারি অ্যাডভোকেট হরিদাস পাল, মুখপাত্র অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন প্রমুখ।

 

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ