X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মেডিক্যাল ভর্তি পরীক্ষা: প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে তৎপর পুলিশের সাইবার ইউনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৮




মেডিক্যাল কলেজে ভর্তি ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং এ বিষয়ে গুজব ঠেকাতে পুলিশের সাইবার ইউনিটসহ সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে মেডিক্যাল ভর্তি পরীক্ষা গ্রহণকারী সংশ্লিষ্টদের সঙ্গে এক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় বলা হয়- ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষাকেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি, মেটালিক কলমসহ যেকোনও ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকগণ কেন্দ্রের ভেতরে ও পাশে অবস্থান করতে পারবেন না বলেও সভায় জানানো হয়।

পরীক্ষা আয়োজনকে বিতর্কমুক্ত করতে ডিএমপি ও ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টদের গ্রহণ করা ব্যবস্থার মধ্যে রয়েছে- যেকোনও অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে থাকবে মোবাইল কোর্ট। পরীক্ষার দিন সকাল সাড়ে ৮টায় পরীক্ষার্থীদের প্রবেশের জন্য কেন্দ্র খুলে দেওয়া হবে। কোনও অবস্থায় সকাল সাড়ে ৯টার পরে কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া কেন্দ্র ইনচার্জ ব্যতীত কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না। কেন্দ্র ইনচার্জকে দেওয়া হবে অ্যানালগ মোবাইলফোন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সকল পরীক্ষার্থীদে দেহ তল্লাশি করা হবে। মেয়েদের তল্লাশির ক্ষেত্রে থাকবে আলাদা তল্লাশি বুথ। তল্লাশি কাজে পুলিশের পাশাপাশি থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কেন্দ্রের প্রতিনিধিগণ।

ডিএমপি হেডকোয়ার্টার্সে মেডিক্যাল ভর্তি পরীক্ষা গ্রহণকারী সংশ্লিষ্টদের সমন্বয় সভা সভায় বলা আরও জানানো হয়, মেডিক্যাল ভর্তি পরীক্ষা সংক্রান্ত গৃহীত ব্যবস্থাগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশের ব্যবস্থা করা হবে।

সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ডিএমপি অতীতে যেভাবে ভর্তি পরীক্ষায় সহযোগিতা করেছে বর্তমানে ও ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এ ধারাবাহিকতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠু করতে যেকোনও গুজব বা প্রোপাগান্ডা এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সাইবার ইউনিটসহ তৎপর রয়েছে সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থা।

আগামী ৫ অক্টোবর মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ৩১ জুলাই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ২৭ আগস্ট থেকে আবেদন শুরু হয়। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করেন শিক্ষার্থীরা।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এবিএম মাকসুদুল আলম, ঢাবি প্রক্টর ড. একেএম গোলাম রব্বানী, চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. এম এ রউফ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ, মুগদা মেডিকেল কলেজসহ অন্যান্য মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং ভর্তি পরীক্ষা কেন্দ্রের প্রতিনিধি ডা. শাহ গোলাম রব্বানী। এছাড়া সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

/আরজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট