X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ: ঢামেকে চিকিৎসা নিয়েছেন সাকিসহ বামজোটের ২৪ নেতাকর্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৭

 

কাওরান বাজারের কাছে বোম জোটের নেতাকর্মীরা (ছবি: সংগৃহীত) গণতান্ত্রিক বাম জোটের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ ২৪ নেতাকর্মী। চিকিৎসা নেওয়ার বিষিয়টি নিশ্চিত করেছেন ঢামেকের ক্যাজুয়ালিটি ব্লকের আবাসিক চিকিৎসক আলাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

ঢামেকে চিকিৎসা যারা চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্যে আটজনের নাম জানা গেছে। তারা হলেন নিয়েছেন জোনায়েদ সাকি, গোলাম মোস্তাফা, সাইফুল হক, জিলানী শুভ, ফয়জুর মেহেদী, রাশেদ, জলি তালুকদার ও রিপন।

এরআগে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নির্বাচন কমিশন অভিমুখে যাওয়ার সময় কাওরান বাজারের কাছাকাছি সার্ক ফোয়ারা এলাকায় পুলিশি বাধার মুখে পড়েন গণতান্ত্রিক বাম জোটের নেতাকর্মীরা। এ সময় তাদের ওপর  লাঠিচার্জ করে পুলিশ। এতে বামজোটের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন বলে দাবি করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য  রুহিন হোসেন প্রিন্স।

জোনায়েদ সাকি দাবি করেন, ‘নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবিতে আমাদের কমর্সূচি ছিল। নির্বাচন কমিশন ঘেরাও করার জন্য প্রেসক্লাবে জড়ো হয়ে কাওরান বাজার এলাকায় আসার পর পুলিশ আমাদের ওপর হামলা চালায়। রুহিন হোসেন প্রিন্সের ওপর পুলিশ হামলা চালানোর পর আমি এগিয়ে যাই। এ সময় আমাকেও পিটিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। আমাদের নেতাকর্মীদের মারধর করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে  আমাদের  অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।’

এই প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের সহকারী কমিশনার আবির বলেন, ‘আমরা বাম জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালাইনি। উল্টো তারাই পুলিশের সঙ্গে ধ্স্তাধস্তি করেছে। পরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’

এদিকে চিকিৎসা নেওয়ার বিষয়ে ঢামেকের ক্যাজুয়ালিটি ব্লকের আবাসিক চিকিৎসক আলাউদ্দিন আলা উদ্দিন বলেন, ‘প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ২৪ জন। তবে কারও আঘাতই গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রিলিজ করে দেওয়া হয়েছে।’

 

/এআইবি/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা