X
শুক্রবার, ১৭ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

রোগীর শরীর থেকে কিডনি গায়েবের ঘটনায় দুটি কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৪



হাসপাতালে চিকিৎসাধীন রওশন আরা চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা রওশন আরার শরীর থেকে ডান কিডনিটি গায়েব হওয়ার ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) দুটি কমিটি গঠন করেছে। কমিটির একটি ঘটনার তদন্ত করবে এবং অপরটি রওশন আরার চিকিৎসা করবে। শনিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কনক কান্তি বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

রওশন আরার ডান কিডনিটি অস্ত্রোপচারের সময় কেটে ফেলা হয়েছে কিনা তা তদন্তে গঠিত কমিটিতে সাত জন সদস্য রয়েছেন। কমিটির প্রধান করা হয়েছে কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক হারুন অর রশিদকে। এছাড়াও কমিটিতে আছেন– বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক একেএম খুরশিদুল আলম, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক অসীম কায়েস, রেডিওলজি বিভাগের চেয়ারম্যান, সার্জারি বিভাগের ডিন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও বিএসএমএমইউ’র অ্যাডিশনাল রেজিস্ট্রার অধ্যাপক আসাদুল ইসলাম।

এদিকে, রওশান আরার চিকিৎসায় গঠিত ছয় সদস্যের মেডিক্যাল বোর্ডে আছেন– বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম সেলিম। সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল আলম, কার্ডিয়োলজি বিভাগের অধ্যাপক হারিফুল হক, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক জলিল চৌধুরী এবং ইউরোলজি বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান।

বিএসএমএমইউ এর চিকিৎসা ডা. হাবিবুর রহমান দুলাল বলেন, ‘এই রোগীর বাম দিকের কিডনির সমস্যা অনেক দিনের। ২০১৬ সালে তিনি বাম দিকের কিডনির অস্ত্রোপচার করেন। আমি তখন বিএসএমএমইউ এর প্রক্টর। তখন আমার ইউনিটে এসে তিনি ভর্তি ছিলেন। তিনি যখন পোস্ট অপারেটিভে ছিলেন তখন চিকিৎসকরা আমাকে জানান, স্যার রোগী ভালো আছেন। তবে পরে চিকিৎসকরা বলেন, স্যার রোগীর শ্বাসকষ্ট হচ্ছে। তখন আমি বললাম, আইসিইউতে নাও। কিন্তু পরে শুনলাম রোগীকে ইনসাফে নেওয়া হয়েছে।’

কিডনি রোগে আক্রান্ত রওশন আরা চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রফিক শিকদারের অভিযোগ– ‘তার মায়ের বাম কিডনিটি অস্ত্রোপচার করে ফেলে দেওয়ার কথা ছিল, কিন্তু অস্ত্রোপচারের পর সিটি স্ক্যান করে দেখা যায়, মায়ের শরীরে ডানের কিডনিটিও নেই। এখন একদিন পর পর মায়ের ডায়ালায়সিস করতে হচ্ছে। অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে।’ মায়ের এমন পরিণতির জন্য যারা দায়ী তাদের শাস্তি দাবি করেন রফিক শিকদার। তবে বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল বলছেন, কিডনি কোনও কারণে নন-ফাংশনাল হলে সিটি স্ক্যানে ধরা পড়ে না।

চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মায়ের বাম পাশের কিডনিতে ইনফেকশন ছিল। চিকিৎসকরা জানান, এটি ফেলে দিতে হবে। তখন আমার মায়ের ডানপাশের কিডনি ভালো ছিল। মায়ের ডায়াবেটিস নেই, হাই ব্লাডপ্রেশার নেই। সবকিছু মিলিয়ে চিকিৎসকরা বলেন, তার বাম পাশের কিডনিটা ফেলে দিলে তিনি ভালো থাকবেন। এই সিদ্ধান্ত অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর মায়ের বাম কিডনিতে অস্ত্রোপচার করা হয়।’
 

আরও খবর: বাম কিডনি ফেলা হলো, ডানেরটা কোথায়!


/টিওয়াই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ১০ দোকান
গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ১০ দোকান
আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প