X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শহীদ ময়েজউদ্দিনের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৩

শহীদ ময়েজউদ্দিন মুক্তিযুদ্ধের নিবেদিত সংগঠক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত বিশিষ্ট রাজনীতিক শহীদ ময়েজউদ্দিনের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর)। ১৯৮৪ সালের আজকের দিনে তৎকালীন স্বৈরশাসক এরশাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারাদেশে ২২ দলের ডাকা হরতালের মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালালে তিনি মারা যান। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বাবা ময়েজউদ্দিনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ রাজধানী ও গাজীপুরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ময়েজউদ্দিনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে– সকাল ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে ময়েজউদ্দিনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। সকাল ১১টায় কালীগঞ্জ সদরে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ সদরে আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল ও দরিদ্র ভোজ। দুপুর ১টা ১০ মিনিটে কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দোয়া মাহফিল ও দরিদ্র ভোজ। এছাড়া কালীগঞ্জ উপজেলার সব ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল ও দরিদ্র ভোজ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ময়েজউদ্দিন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা করার জন্য গঠিত ‘মুজিব তহবিলের’ আহ্বায়ক ছিলেন। একজন বিচক্ষণ আইনজীবী ও রাজনীতিক হিসেবে অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করেন।

শহীদ ময়েজউদ্দিন দীর্ঘ সময় বৃহত্তর ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭০ ও ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কালিগঞ্জ নির্বাচনি এলাকা থেকে যথাক্রমে প্রাদেশিক পরিষদ সদস্য এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

১৯৭৭ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ রেডক্রস (বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট) সোসাইটির নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন ময়েজউদ্দিন। একাধারে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

শহীদ ময়েজউদ্দিনের রক্তের সিঁড়ি বেয়ে ধাপে ধাপে গড়ে ওঠা গণআন্দোলনে অবশেষে সামরিক শাসকের পতন ঘটে। গণতন্ত্রের জয় হয়। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গৌরবময় ভূমিকা পালনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পদক’ এ ভূষিত করেন।

১৯৩০ সালে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বড়হরা গ্রামে জন্মগ্রহণ করেন ময়েজউদ্দিন। তার বাবার নাম মো. ছুরত আলী, মাতার নাম শহরবানু।

 

 

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা