X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

চবি শিক্ষক মাইদুল ইসলামের মুক্তিসহ চাকরিতে পুনর্বহালের দাবি

ঢাবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:২০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:২০





মাইদুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের মুক্তিসহ তাকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫১ জন শিক্ষক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছেন।
গতকাল সোমবার (২৪ সেপ্টেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় মাইদুল হাসানকে কারাগারে পাঠান আদালত। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সামরিক বরখাস্ত করেছে। গত ২৩ জুলাই তার বিরুদ্ধে হাটহাজারী থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখার উদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইদুল ইসলামকে কারাগারে পাঠানো এবং চাকরিচ্যুত করার ঘটনায় আমরা বিস্মিত, ক্ষুব্ধ এবং মর্মাহত। শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থন দেওয়াকে অন্যায় হিসেবে দেখা হচ্ছে। অথচ একটা সময়ে এই সমাজে শিক্ষকদের এমন প্রতিবাদী ভূমিকাকে যথোচিত ও গৌরবজনক হিসেবেই গণ্য করা হতো। পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কণ্ঠরোধী চর্চা আমাদের উদ্বেগ বাড়িয়ে দেয়। আমরা স্পষ্ট দেখতে পাই এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে সারাদেশে ভিন্নমতকে দমনের, ভয়ভীতির দেখানোর, নিপীড়নমূলক যে চর্চা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ঘটনা তারই অংশমাত্র। আমরা এই হুমকি এবং জেলজুলুমের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।


বিবৃতিতে সই করা শিক্ষকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গীতি আরা নাসরীন, মোহাম্মদ তানজীম উদ্দিন খান, রোবায়েত ফেরদৌস, ফাহমিদুল হক, সামিনা লুৎফা, মোহম্মদ আজম, কাজী মারুফুল আসলাম, কামরুল হাসান, তাসনীম সিরাজ মাহবুব, মো. আব্দুল মান্নান, রুশাদ ফরিদী, তাহমিনা খানম, মুনাসির কামাল ও অতনু রব্বানী; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনু মুহাম্মদ, মির্জা তাসলিমা সুলতানা, সাঈদ ফেরদৌস, রায়হান রাইন, মানস চৌধুরী, আইনুন নাহার, স্বাধীন সেন, মাহমুদুল সুমন, নাসরিন খন্দকার, মাসউদ ইমরান, পারভীন জলী, শাহিদ সুমন ও হিমেল বরকত; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শফিকুন্নবী সামাদী, আব্দুল্লাহ আল মামুন, সৌভিক রেজা, বখতিয়ার আহমেদ, গৌতম রায়, সেলিম রেজা নিউটন, আ-আল মামুন, শাতিল সিরাজ, কাজী মামুন হায়দার ও মো. আমিরুল ইসলাম; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গোলাম হোসেন হাবীব, সাদাফ নূর, আর রাজী, সুবর্ণা মজুমদার, খাদিজা মিতু, সায়মা আলম ও সুদীপ্ত শর্মা; ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের হিয়া ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিনু কিবরিয়া ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাহবুবুল হক ভূঁইয়া, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেউতি সবুর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাসির আহমেদ ও সৌম্য সরকার।

আরও পড়ুন: চবি শিক্ষক মাইদুল ইসলামকে সাময়িক বরখাস্ত

/এইচআই/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
সিলিং ফ্যানের যত্নে ৬ টিপস
সিলিং ফ্যানের যত্নে ৬ টিপস
শাসন করতে গিয়ে ‘ছুরির আঘাতে’ শিশুর মৃত্যু, গ্রেফতার বাবা
শাসন করতে গিয়ে ‘ছুরির আঘাতে’ শিশুর মৃত্যু, গ্রেফতার বাবা
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান