X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের সময় বিদ্যুৎবিভ্রাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৮, ২০:৫৩আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ২০:৫৫


ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আলোচিত ২১ গ্রেনেড হামলা মামলার বিচারের রায়ের সময় একঘণ্টার মধ্যে দুই দফা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। বেলা ১১টা ৩৫ মিনিটে আদালতের এজলাসে বিচারক বসার কয়েক মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে যায়। এতে পুরো আদালত কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এরমধ্যেই ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন তার পর্যবেক্ষন ও বিচারে বিবেচ্য বিষয়গুলো পড়তে থাকেন।

বিদ্যুৎ চলে যাওয়ায় জনাকীর্ণ আদালতের ভেতরে বাইরে থাকা আইনজীবী ও সাংবাদিকরা বিপাকে পড়ে যান। সাউন্ডবক্স বন্ধ হয়ে যাওয়ায় বিচারকের দেওয়া বক্তব্য শোনা যাচ্ছিল না। বিচারক যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিভিন্ন আসামির বিরুদ্ধে সাজা ঘোষণা করছিলেন তখনও বিদ্যুৎ ছিল না। দীর্ঘসময় পর বিদ্যুৎ এলেও কয়েক মিনিট পর আবারও চলে যায়।

অন্যদিকে, আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে পুলিশের আচরণও ছিল বেশ রূঢ়। অসংখ্য আইনজীবী, পুলিশ সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ভেতরে ঢুকলেও সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়া হয়। প্রথমে ভবনের বাউন্ডারির ভেতরেই ঢুকতে দেয়নি। পরে কয়েকজনকে ঢুকতে দিলেও ভবনের সামনে নিচে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়। বাইরে একটি সাউন্ড বক্স দিয়ে বলা হয়, এখান থেকে শুনতে হবে। এতে সাংবাদিকরা রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও পুলিশ কর্মকর্তাদের কাছে প্রতিবাদ করেন। সাংবাদিকরা বলেন, তাদের বাইরে রেখে রায় ঘোষণা করা হলে সেটা হবে বিতর্কিত কাজ। পরে বেলা সোয়া ১১টার দিকে আসামিদের আদালতের ভেতরে নেওয়ার কিছু সময় পর মোশাররফ হোসেন কাজলের সহযোগিতায় সাংবাদিকরা ভেতরে ঢুকতে সক্ষম হন।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া