X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সম্প্রচার বাধাগ্রস্ত হবে না: অ্যাটকো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৮, ২১:১৫আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ২১:২২

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসেসিয়েশন অব প্রাইভেট টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নেতারা (ছবি ফোকাস বাংলা) ডিজিটাল সিকিউরিটি আইন সম্প্রচারে বাধা হয়ে দাঁড়াবে না বলে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসেসিয়েশন অব প্রাইভেট টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) নেতাদেরকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন অ্যাটকোর নেতারা।

বুধবার প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে তার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অ্যাটকোর নেতারা।

ওই সভা শেষে মোবাইল ফোনে অ্যাটকো’র সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ডিজিটাল সিকিউরিটি আইনটিকে স্বাগত জানিয়েছি। কিন্তু আমরা চেয়েছি আইনটি যেন কোনোভাবেই সংবাদপত্রের স্বাধীনতা এবং অনুসন্ধানী সাংবাদিকতা স্বাধীনতাকে বাধাগ্রস্ত না করে। মূলত এটাই আমরা দাবি করেছি প্রধানমন্ত্রীর কাছে এবং তিনিও এ বিষয়ে আমাদেরকে নিশ্চিত করেছেন। এটা কোনোভাবেই মূলধারার গণমাধ্যমকে বাধাগ্রস্ত করবে না।‘

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদেরকে নিশ্চিত করেছেন, হ্যাকিং, সাইবার অ্যাটাক, ডিজিটাল ফিন্যান্স ট্রানজেকশনকে সুরক্ষা প্রদান, মানুষের চরিত্র হনন, গুজব ছড়ানোর মত যে ঘৃণিত কালচার তৈরি হয়েছে এটা রুখতেই এই আইনটি ব্যবহার করা হবে। টিভি মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে কোনোভাবেই এই আইনটি প্রযোজ্য হবে না। তিনি আমাদেরকে বলেছেন, তথ্য অধিকার আইনে গণমাধ্যমের যে তথ্য পাওয়ার অধিকার দিয়েছে তা নতুন এই ডিজিটাল আইন কোনওভাবেই বাধাগ্রস্ত করবে না। এবং অফিসিয়াল সিক্রেসি আইন সরকারি কোনও দফতরের টেন্ডার, নথির তথ্য, কোনও সিদ্ধান্ত, কারও দুর্নীতি প্রকাশে বাধা হয়ে দাঁড়াবে না।‘

সভা শেষে অ্যাটকোর চেয়ারম্যান সালমান এফ রহমান গণমাধ্যমে বলেন, ‘নীতিগতভাবে আমরা এই আইনটি আগেই সাধুবাদ জানিয়েছি। তবে কিছু কিছু বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে ক্লারিফিকেশন চেয়েছি। তিনি আমাদেরকে কিছু কিছু বিষয়ে ক্লিয়ার করেছেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। সম্প্রচারের ক্ষেত্রে এই আইনটি বাধাগ্রস্ত করবে না।‘

গণমাধ্যম কর্মী আইন খুব শিগগিরই অনুমোদন হবে উল্লেখ করে বৈঠক শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গণমাধ্যমকে বলেন, ‘আশা করছি আগামী মন্ত্রিসভার বৈঠকেই গণমাধ্যম কর্মী আইনিউঠবে। এই আইনটি পাস হলে গণমাধ্যমকর্মীরা আরও লাভবান হবেন।‘

সভায় আরও উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষে নাজমুল হাসান পাপন এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, তথ্য সচিব আব্দুল মালেক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও প্রধান তথ্য কর্মকর্তা কামরুন্নাহার প্রমুখ।

 

/আরএআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা