X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিএনপি এখন তাদের দল ও নেতৃত্ব বর্গা দিচ্ছে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ২১:২৪আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২১:৪৪

রাশেদ খান মেনন (ফাইল ফটো)

সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘মানুষ জমি বর্গা দেয়, গরু বর্গা দেয়, বাগানবাড়িও বর্গা দেয়। কিন্তু রাজনৈতিক দল ও নেতৃত্বও যে বর্গা দেওয়া যায় তা আগে শুনিনি। অথচ বিএনপির মতো একটি দল এখন ড. কামাল হোসেন ও একিউএম বদরুদ্দোজা চৌধুরী কাছে তাদের রাজনৈতিক দল ও নেতৃত্ব বর্গা দিচ্ছে।’

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অসুস্থ নির্মাণ শ্রমিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

রাশেদ খান মেনন বলেন, ‘বর্তমানে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব চলছে। বাংলাদেশে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটবে, শত শত মানুষ মারা যাবে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে যাবে। তৎকালীন বিরোধী দলীয় নেতা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মেরা ফেলার আয়োজন করার পরও এর বিচার হবে না বলে আশা করেছিল বিএনপি। কিন্তু তাদের সে আশায় গুড়ে বালি পড়েছে। খুনিরা বুঝেছে, এদেশে অন্যায় করলে তার বিচার হয়। সুতরাং এই রায়ের ফলে দেশে আইনের শাসনের সুপ্রতিষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ঐতিহাসিক রায়কে আমরা স্বাগত জানাচ্ছি।’

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের দাবি আদায়ে তাদের মধ্যে একতা থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের জন্য সব শ্রমিক আন্দোলন করলে সে দাবি যে কেউ-ই মেনে নেবে। সন্তানের কান্না দেখেই মা বুঝতে পারে, সন্তানের ক্ষুধা লেগেছে। সুতরাং আন্দোলন করেই শ্রমিকের ন্যায্য দাবি আদায় করে নিতে হবে।’

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম, ভরসা হাউজিংয়ের চেয়ারম্যান মো. সাহেব আলী, বরগুনা জেলার আমতলী উপজেলা চেয়ারম্যান জিএম দেলোয়ার হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য দীপংকর দীপুসহ অনেকে।

 

/সিএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়