X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বায়ুদূষণে মৃত্যু বাড়ছে: বাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৮, ১৫:০৪আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৮:১২

বায়ুদূষণে মৃত্যু বাড়ছে: বাপা

২০১৫ সালে বাংলাদেশে পরিবেশন দূষণের কারণে ২ লাখ ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে উল্লেখ করে বাংলাদেশে পরিবেশ দূষণ বন্ধে অবিলম্বে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

শুক্রবার ( ১২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে পরিবেশ দূষণ জ্যামিতিক হারে বেড়েই চলেছে। সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৫ সালে বাংলাদেশে পরিবেশন দূষণের কারণে ২ লাখ ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু ওই বছরে সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ছিল ২১ হাজার ২৮৬ জন এবং নানা রোগব্যাধিতে মোট মৃতের সংখ্যা ছিল ৮ লাখ ৪৩ হাজার। সেই তুলনায় বায়ূদূষণের কারণে মৃত্যের সংখ্যা অন্যান্য দূষণজনিত কারণে মৃত্যুর সংখ্যার চেয়ে বেশি। এ গবেষণায় মোট ১৭৮টি দেশের মধ্যে সার্বিক জীবন মানের ভিত্তিতে পরিবেশগতভাবে সুরক্ষিত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬৯তম এবং শুধু বিশুদ্ধ বাতাসের নিরিখে করা পৃথক তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭৮তম। নেতিবাচক অর্থে আমরা বায়ুদূষণের ক্ষেত্রে চ্যাম্পিয়ন অবস্থায় রয়েছি।’
বক্তরা আরও বলেন, সারাদেশে কমবেশি ১০ হাজার ইটভাটা রয়েছে এবং প্রায় অর্ধেক রয়েছে ঢাকা শহরের আশপাশে। নিম্নমানের কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করার ফলে ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া কমপক্ষে ৩০ শতাংশ বায়ুদূষণের জন্য দায়ী।
পরিবেশ দূষণের হাত থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য অবিলম্বে দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, আমরা জানি জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ বায়ুদূষণ। জলবায়ু পরিবর্তনের জন্য সৃষ্ট দূষণের দায়ভার যদিও আমাদের কম ছিল, কিন্তু তা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কারণ, আমাদের দেশে বায়ুদূষণের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানীদের ভবিষ্যদ্বাণী মতে, যদি গ্রিন হাউজ গ্যাস নির্গমনের মাত্রা এখনই কমিয়ে আনা না যায় তাহলে আগামী ১২ বছরের মধ্যেই পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ইটের বিকল্প জ্বালানি হিসেবে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়াতে হবে, কাঠ পোড়ানো বন্ধ করতে হবে, ১৬ বছর ও তার বেশি ব্যবহৃত যানবাহন ব্যবহার বন্ধ করতে হবে, সব বড় সড়কের পাশে ফুটপাত দখলমুক্ত করতে হবে, মাটিবাহী ট্রাক ও গরুর গাড়ি থেকে বালি ও মাটি পড়া বন্ধ করতে হবে, সারাদেশে গাছ লাগানো বৃদ্ধি করতে হবে, ধূমপান হ্রাস করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সহ-সভাপতি অধ্যাপক এম ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, মিহির বিশ্বাস প্রমুখ।

/এসও/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা