X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ব্যবসায়ী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৮, ২১:১৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২১:৩০

 

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ব্যবসায়ী আহত রাজধানীর শ্যামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন। তারা হলেন মো. রানা (৫০) ও আব্দুর রাজ্জাক (৫০)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করে চিকিৎসকদের বরাত দিয়ে জানান, রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক।
আহত দুই ব্যবসায়ী ও স্বজনদের সূত্রে জানা গেছে, শ্যামপুর আইজি গেইট ব্যাংক কলোনির সামনে আজ রবিবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে একই এলাকার মোতালেব ও সোহেলসহ ৩৪ জন রানা ও রাজ্জাককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
আহত রাজ্জাক ঢামেক হাসপাতালে পুলিশকে জানান, কয়েক দিন আগে হামলাকারীরা ওই এলাকায় একজনের কাছ থেকে জোরপূর্বক টাকা নিচ্ছিল। এ ঘটনার প্রতিবাদ করেন রাজ্জাক। এরই জের ধরে রবিবার বিকেলে তারা কুপিয়ে তাকে আহত করে।
রাজ্জাকের বাসা আইজি গেইট এলাকা। তিনি ওই এলাকায় হার্ডবোর্ডের ব্যবসা করেন।
আহত রানা বলেন, ‘ঘটনার সময় আমি একটু এগিয়ে গিয়েছিলাম। আহত ওই ব্যক্তি দৌড়ে আমার দোকানের দিকে আসতেছিল। তখন আমি দোকান বন্ধ করছিলাম। হামলাকারীরা আমাকেও কুপিয়ে আহত করে।’

রানার বাসা গেন্ডারিয়ায়। তিনি কসমেটিকসের ব্যবসা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই ) মো. বাচ্চু মিয়া বলেন, ‘দুজনই চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

/এআইবি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া