X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কেন বার বার পেছাচ্ছে সালাউদ্দিন আহমেদের মামলার রায়?

রঞ্জন বসু, দিল্লি
১৫ অক্টোবর ২০১৮, ১৬:১৬আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৬:২০

ভারতের আদালতে সালাউদ্দিন আহমেদ (ফাইল ফটো)

বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশের বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে শিলংয়ের আদালতে ফরেনার্স অ্যাক্টে যে মামলা চলছে,তার রায় ঘোষণা আজ  (সোমবার, ১৫ অক্টোবর) আবারও পিছিয়ে গেছে।

আদালত রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেছেন আগামী ৯ নভেম্বর। তবে ওই তারিখ মেঘালয়ে সরকারি ছুটির দিন, ফলে ধরেই নেওয়া যায় অবধারিতভাবেই পরবর্তী তারিখও ফের পিছিয়ে যেতে পারে।

এর আগে গত ১৩ আগস্ট ও ২৮ সেপ্টেম্বর দুবার রায় ঘোষণার দিন নির্ধারণের পরও আদালত তা পিছিয়ে দেয়। এ নিয়ে সালাউদ্দিন আহমেদের মামলায় রায় ঘোষণা তিন বার পেছালো।

প্রায় সাড়ে তিন বছর ধরে শিলংয়ে এক ধরনের নির্বাসিত জীবন-যাপন করছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বাংলা ট্রিবিউনকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন, ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনায়েড, এটাই তো চিরকাল জেনে এসেছি।’

কিন্তু কেন এই মামলার রায় ঘোষণায় এত দেরি হচ্ছে বা অন্যভাবে বললে, কেন মাসের পর মাস ধরে ন্যায়বিচার সালাউদ্দিন আহমেদের অধরাই রয়ে যাচ্ছে এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর মিলছে না।

শিলংয়ের আইনজীবী মহলে কথা বলে বাংলা ট্রিবিউন অবশ্য যেটা জানতে পারছে, সেটা অবশ্য রীতিমতো কৌতূহলোদ্দীপক।

শহরের একজন  প্রখ্যাত আইনজীবী, যিনি এই মামলায় নিজে জড়িত না হলেও সেদিকে নজর রাখছেন, এই প্রতিবেদককে তিনি জানাচ্ছেন, ‘ধরে নিতে পারেন বাংলাদেশে নির্বাচনের আগে এই মামলাতে রায় হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।’

২০১৫ সালের মে মাসে যেভাবে শিলংয়ে সালাউদ্দিন আহমেদকে উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, তাতে তার বিরুদ্ধে মামলাটা এক ধরনের ‘ওপেন অ্যান্ড শাট কেস’ বলেই বিবেচনা করা যায়।

সালাউদ্দিন আহমেদ যে স্বেচ্ছায় বা জেনেশুনে ভারতে আসেননি— তাকে অচেতন অবস্থায় বা জোর করে কেউ বাংলাদেশ থেকে সীমান্তের অন্য পারে নিয়ে এসেছিল, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ থেকে সেটা বুঝতে খুব অসুবিধা হয় না।

মামলার শুনানিতেও এই বিএনপি নেতা ও তার আইনজীবীরা আগাগোড়া সেই যুক্তিই দিয়ে এসেছেন।

সালাউদ্দিন আহমেদের নিজের কথায়, ‘সমুদ্রে ঝড়ে পড়লে একটা জাহাজ দিগভ্রষ্ট হয়ে যদি অন্য দেশের সমুদ্রসীমায় ঢুকে পড়ে, তাহলে কি তাকে সেভাবে দোষী বলা যায়? আমার ব্যাপারটাও অনেকটা সে রকমই।’

কিন্তু আপাতদৃষ্টিতে এরকম একটা সহজ মামলাতেও রায় দিতে কেন এত সময় লাগছে, সেটা সংশ্লিষ্ট সব পক্ষকেই অবাক করেছে।

নাম প্রকাশ না করার শর্তে শিলংয়ের আইনজীবীরা অনেকেই বলছেন, এরকম কেসে তিন বছরের ওপর সময় লাগাটা ‘খুবই অস্বাভাবিক’।

তবে এখন বাংলাদেশের আসন্ন নির্বাচনই রায় ঘোষণাকে আরও বিলম্বিত করছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

শহরের একজন সিনিয়র আইনজীবীর কথায়, ‘হয়তো সে দেশে ভোটের আগে ভারতের একটি আদালত যদি একজন বিতর্কিত বিএনপি নেতার পক্ষে রায় দেয়, তা বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে খুব ভালো সংকেত দেবে না। সঠিকভাবে কিছু বলা মুশকিল, কিন্তু অনুমান করতে পারি এই জন্যই হয়তো মামলার রায় বারবার পিছিয়ে যাচ্ছে।’

আসল কারণ যাই হোক, এই ঘটনাপ্রবাহে যে আদালতের ওপর বাইরের কারও প্রভাব কাজ করছে, সেই সন্দেহ একেবারে অমূলক নয়।

বাংলা ট্রিবিউন আরও জানতে পারছে, সালাউদ্দিন আহমেদ নিজেও তার ঘনিষ্ঠ মহলে ও আইনজীবীদের কাছে আক্ষেপ করেছেন— তিনি ভেবেছিলেন, ভারতে অন্তত বিচারবিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে।

‘কিন্তু আমার সেই ধারণা বোধহয় ভুল ছিল, সেটা এখন বুঝতে পারছি’, বার বার মামলার রায় পেছোনোর পর রীতিমতো হতাশার সুরেই পরিচিতজনদের কাছে মন্তব্য করছেন সালাউদ্দিন আহমেদ।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে