X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

যে কারণে সাময়িক বরখাস্ত হলেন তিতাসের ৫ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৮, ২০:৫৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২১:০৮

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তিতাস গ্যাস বিতরণ কোম্পানির পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে নিয়ম অনুযায়ী গ্যাস উন্নয়ন তহবিল এবং জ্বালানি নিরাপত্তা তহবিলের টাকা সরকারি ব্যাংকে না রাখার ঘটনায় তিন কর্মকর্তাকে এবং বেনামে সিএনজি স্টেশন প্রতিষ্ঠা ও মিটার টেম্পারিং করে গ্যাস চুরির অভিযোগে দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। বুধবার (১৭ অক্টোবর) সকালে ওই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানা যায়।

বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তার মধ্যে রয়েছেন- তিতাসের হিসাব বিভাগের ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির খান, একই বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুর রশিদ এবং বেতন ও তহবিল বিভাগের উপ ব্যবস্থাপক নাজমুল হক, মিটারিং ও ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মহিদুর রহমান এবং পাইপলাইন নির্মাণ বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মো. গোলাম মোস্তফা খান।

পেট্রোবাংলা সূত্র জানায়, পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মো. আইয়ুব খান চৌধুরীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বেসরকারি ব্যাংকে তিতাসের টাকা রাখার অনিয়মের সত্যতা পেয়েছে।

জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, বর্তমানে গ্রাহকের টাকায় গ্যাসের অনুসন্ধান এবং উত্তোলন কাজের প্রায় পুরোটা পরিচালনা করা হয়। এই টাকা আসে গ্যাসের বিলের সঙ্গে। গ্রাহকের বিলের একটি নির্দিষ্ট অংশ দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস উন্নয়ন তহবিল গঠন করেছে। পরবর্তীতে আবারও গ্যাসের দাম বৃদ্ধির সময় জ্বালানি নিরাপত্তা তহবিল গঠন করে দেওয়া হয়। এই তহবিলের অর্থও বিতরণ কোম্পানিগুলো গ্যাস বিলের টাকা থেকে কেটে রাখে। এ জন্য প্রক্যেকটি বিতরণ কোম্পানি সরকারি ব্যাংকগুলোতে আলাদা হিসাব খুলে। কিন্তু তিতাস এক্ষেত্রে বেসরকারি ব্যাংকে টাকা জমা রেখেছিল।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিতাসের হিসাব বিভাগের ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির খান, একই বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুর রশিদ এবং বেতন ও তহবিল বিভাগের উপ ব্যবস্থাপক নাজমুল হককে বরখাস্ত করা হয়েছে।

পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, এই তিন জনের বাইরেও আরো দুজন কর্মকর্তার বিরুদ্ধে এ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে সরাসরি তিতাস ব্যবস্থা নিতে পারছে না। এ জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রোবাংলায় নথি প্রেরণ করেছে তিতাস। এদের একজন আর্থিক অনিয়ম ঘটানোর সময় তিতাসের হিসাব বিভাগের পরিচালক ছিলেন, অন্যজন তিতাসের ব্যবস্থাপক (ব্যাংকিং)-এর দায়িত্বে ছিলেন। এই দুজনের মধ্যে একজন এখন বাপেক্স এর মহাব্যবস্থাপক এবং অন্যজন তিতাসের মিরপুর অঞ্চলের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত।

বরখাস্ত হওয়া অন্য দুই কর্মকর্তা মিটারিং ও ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মহিদুর রহমান এবং পাইপলাইন নির্মাণ বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মো. গোলাম মোস্তফা খানের বিরুদ্ধে বেনামে গাজীপুরের কুনিয়া এলাকার যমুনা সিএনজি স্টেশন প্রতিষ্ঠা করার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মিটার টেম্পারিং করে গ্যাস চুরিরও অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ এনডিসির সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

 

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!