X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

লন্ডনে বঙ্গবন্ধুর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

লন্ডন প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ২১:৪৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২১:৪৬





লন্ডনে বঙ্গবন্ধুর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

বিশ্বের নিপীড়িত মানুষের আলোকবর্তিকা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সংগ্রাম ছিল বাংলার মানুষকে শোষণ-বঞ্চনার হাত থেকে রক্ষা করা। ছাত্রজীবন থেকে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি সংগ্রাম করে গেছেন।
বুধবার (১৭ অক্টোবর) লন্ডনের একটি রেস্তোরাঁয় ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক বইয়ের প্রথম খণ্ডের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তৎকালীন পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোপন নথি ও এ-সংতক্রান্ত তথ্য নিয়ে বইটি ১৪ খণ্ডে প্রকাশিত হবে।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী বলেন, “‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ একটি অসাধারণ বই। কোনও রাজনৈতিক নেতার জীবন সম্পর্কে গোয়েন্দাদের দ্বারা সংগৃহীত তথ্য ও বিবরণসংবলিত এই ধরনের কোনও বই এর আগে কোনও দেশে বের হয়েছে বলে আমার জানা নেই। বঙ্গবন্ধু কত বড় মাপের নেতা ছিলেন, এই সিরিজের বইগুলি তা প্রমাণ করে। বাংলাদেশের রাজনীতি, সামাজিক জীবনের একটি নির্ভুল বিবরণও এই সিরিজের বইগুলো। প্রথম খণ্ড বেরিয়েছে। অন্যান্য খণ্ডও বের হবে বলে আশা করছি।’
লন্ডনে বঙ্গবন্ধুর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

সভাপতির বক্তৃতায় যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, ‘স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের জন্ম, মিছিলে নেতৃত্ব দেওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাদণ্ড, বঙ্গবন্ধুর লেখা চিঠি, তার কাছে লেখা বিভিন্ন নেতাকর্মী ও আত্মীয়-স্বজনের চিঠি, বিভিন্ন জনসভায় দেওয়া ভাষণ, কারাগারে তার সঙ্গে আত্মীয়-স্বজন ও নেতাকর্মীদের সাক্ষাৎকার সংক্রান্ত রিপোর্ট প্রভৃতি পাঠকরা এ বইয়ে পাবেন।’
সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে যেভাবে বাংলার অবিসংবাদিত নেতায় পরিণত হলেন, সেই পথচিত্র যেমন এই বইয়ে এসেছে, সেইসঙ্গে এসেছে বাঙালির স্বাধীনতার আন্দোলনের চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে চলার মানচিত্র। বাঙালির হাজার বছরের স্বপ্ন ছিল স্বাধীনতা। আর স্বাধীনতার ইতিহাস ও নানা তথ্যের জন্য এ বইগুলো প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহৃত হবে।’
এ প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। এটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আবুল হাসেম, মুজাম্মিল আলি, যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া প্রমুখ।

/এইচআই/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি