X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম সমিতি ওমানের উদ্যোগে বাংলাদেশ স্কুল মাস্কাটে খেলার মাঠ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৮, ১৬:৫৫আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২৩:০১

চট্টগ্রাম সমিতি ওমানের উদ্যোগে বাংলাদেশ স্কুল মাস্কাটে খেলার মাঠ চট্টগ্রাম সমিতি ওমানের উদ্যোগে বাংলাদেশ স্কুল মাস্কাটে গড়ে উঠেছে সবুজ ঘাসে ভরা বিশাল খেলার মাঠ। প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে সবুজায়ন প্রকল্পের মাধ্যমে এই মাঠ খেলার উপযোগী করে দিয়েছে প্রবাসী সংগঠনটি। এর মধ্য দিয়ে পূরণ হলো শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা। ফলে বদলে গেছে স্কুলের পরিবেশ।

মাস্কটের আল গোবরায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশসহ ১৭টি দেশের প্রায় দুই হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করছে। বাংলাদেশ দূতাবাস আর বিত্তবান বাংলাদেশিদের অনুদানে চলছে ১৯৯৬ সালে চালু হওয়া স্কুলটির কার্যক্রম।

ধুলোবালির কারণে এতদিন বাংলাদেশ স্কুল মাস্কাটের মাঠ ছিল খেলার অনুপোযোগী। প্রয়োজনীয় অর্থের অভাবে এর উন্নয়ন করা যায়নি। এ কারণে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে যেমন বঞ্চিত ছিল, তেমনি মাঠের ধুলাবালির কারণে তাদের স্বাস্থ্যগত অসুবিধাও হতো।

বাংলাদেশ দূতাবাস ও স্কুল কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে মাঠের উন্নয়নে এগিয়ে আসে চট্টগ্রাম সমিতি ওমান। গত মার্চে শুরু হয় মাঠ সবুজায়নের কাজ। গত মাসে শেষ হয়েছে ঘাস বসানো। সম্প্রতি চট্টগ্রাম সমিতির একটি প্রতিনিধি দল স্কুল কর্তৃপক্ষসহ মাঠ পরিদর্শন করে। তখন দুই পক্ষ সন্তোষ প্রকাশ করে বলে জানান স্কুল পরিচালনা পর্যদের সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সিআইপি।

বাংলাদেশ স্কুল মাস্কাটের অধ্যক্ষ মেজর (অব.) মো. নাসিরউদ্দিন আহমেদ বলেন, ‘এমন সুন্দর সবুজ মাঠ উপহার দেওয়ার জন্য চট্টগ্রাম সমিতি ওমানের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের এই উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে।’

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী বলেছেন, ‘মাঠ উন্নয়নের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের শিক্ষার প্রসারে অবদান রাখা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে পেরে আমাদের সমিতি গর্বিত। মনে হচ্ছে, মরুর বুকে একখণ্ড সবুজ বাংলাদেশ।’

সমিতির সাধারণ সম্পাদক লায়ন প্রকৌশলী তাপস বিশ্বাস জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম সমিতি ওমান প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। দুঃস্থ ও অসহায় প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো, হাসপাতালে চিকিৎসা থাকা অসুস্থদের ব্যয় বহন, জেলে থাকা প্রবাসীদের দেশে পাঠাতে বিমান টিকিটের ব্যবস্থা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে এই সমিতি।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী