X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গণিত অলিম্পিয়াড পদ্ধতিতে গণিত শিখবে প্রাথমিকের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ১২:০১আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১২:০১

গণিত অলিম্পিয়াড পদ্ধতিতে গণিত শিখবে প্রাথমিকের শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে এবং সমস্যা সমাধানভিত্তিক গণিত শিক্ষা প্রবর্তনের প্রত্যয় নিয়ে শুরু হলো গণিত অলিম্পিয়াড পদ্ধতির সম্ভাব্যতা যাচাই প্রকল্প। রবিবার (২১ অক্টোবর) সকালে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সম্মেলন কক্ষে এই প্রকল্পের উদ্বোধনী এবং অবহিতকরণ কর্মশালায় বক্তারা এই প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, ‘আমাদের প্রজন্ম যে স্বপ্নগুলো পূরণ করতে পারিনি সেগুলো পূরণ করবে ভবিষ্যত প্রজন্ম। আমাদের অপূর্ণতাগুলোকে শিক্ষার্থীরাই পূরণ করবে। এতেই গড়ে উঠবে সোনার বাংলাদেশ।’

শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘চিন্তাকে প্রসারিত করুন। শুধু নিজের জন্য বা পরিবারের জন্য ভাবলে হবে না, দেশ ও দশের কথা ভাবতে হব। কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য রেখেই।’

তিনি আরও বলেন, ‘আমি নিজে গণিতে খুব একটা দক্ষ ছিলাম না, পরবর্তী প্রজন্ম যাতে গণিতে দক্ষ হয় এটাই আমার প্রত্যাশা। আমি সেই স্বপ্নই দেখি। তাই শিক্ষায় আনতে হবে আনন্দযোগ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘এমডিজি অর্জনে যে সাফল্য আমরা দেখিয়েছি, এসডিজি অর্জনে একই সাফল্য দেখাতে আমাদের নানামুখী প্রচেষ্টা করতে হবে। সে লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অংশ এই প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে গণিত শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। ’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘আমরা অনেকদিন ধরে গণিতের এই আন্দোলন করে আসছি। গত দেড় যুগে গণিত অলিম্পিয়াড করতে গিয়েই তৈরি হয়েছে গণিত অলিম্পিয়াড পদ্ধতি। এই পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে আনন্দে গণিত শিক্ষার প্রবর্তন করবে। আর একজন শিক্ষার্থী গণিতে আনন্দ পেলে আজীবন এর সুফল পেয়ে যাবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণিত অলিম্পিয়াড কমিটির সহ-সভাপতি ও কথাসাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘এই প্রকল্পটি খুবই ব্যতিক্রম। এর আগে সবসময় দেখেছি বিদেশিরা এসে আমাদের উন্নয়নের পরামর্শ দেয়। এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে আমাদের দেশেই তৈরি গণিত অলিম্পিয়াড পদ্ধতি একদম ছোট্ট শিশুদের মধ্যে প্রয়োগের জন্য। এমন সাহসি পদক্ষেপের জন্য আমি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই।’

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির, অতিরিক্ত সচিব( উন্নয়ন) মো. গিয়াসউদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি, গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান ও এটুআই-এর ই-লার্নিং স্পেশালিস্ট অধ্যাপক ফারুক আহমেদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রকল্প পরিচালক মো. নুরুন্নবী বলেন, ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের গণিতে দক্ষ করা জরুরি। এই প্রকল্পের আওতায় আমরা দেশের সবগুলো অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় সেভাবে স্কুল নির্বাচন করেছি। গণিত অলিম্পিয়াড পদ্ধতিতে পাঠ পরিকল্পনা প্রনয়ণ করে আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত নির্বাচিত ৮০টি স্কুলের ২৪০ জন প্রশিক্ষিত শিক্ষকের মাধ্যমে পরীক্ষামূলকভাবে পাঠদান পরিচালনা করা হবে। যা থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ পাঠদান পদ্ধতি প্রস্তুত করে পরবর্তিতে পর্যায়ক্রমে সারাদেশে সব বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়া হবে। এই পদ্ধতিতে পাঠদান করতে পারলে বিজ্ঞানমনষ্ক ও তথ্য-প্রযুক্তিতে দক্ষ ভবিষ্যত প্রজন্ম গড়ে উঠবে। ’

উল্লেখ্য, ‘গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই শীর্ষক এই সমীক্ষা প্রকল্পটি গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রকল্পের উদ্বোধনী এবং অবহিতকরণ কর্মশালায় অংশ নেন প্রকল্পের আওতাধীন ৮০টি স্কুলের প্রধান শিক্ষক, ১৭টি জেলার ১৭টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এবং পিটিআইসমূহের সুপারিন্টেনডেন্টরা। এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৮০টি স্কুলের ২৪০ জন শিক্ষককে গণিত অলিম্পিয়াড পদ্ধতি প্রয়োগ করে গণিত পাঠদান প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষকেরা প্রশিক্ষণ পরবর্তী সময়ে নিজ নিজ প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের প্রয়োগ করবেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী