X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্যারিস্টার মইনুলের বক্তব্যে দেশের নারী সমাজ বিক্ষুব্ধ: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ১৮:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৮:৪০



ব্যারিস্টার মইনুল হোসেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘ব্যারিস্টার মইনুল হোসেনের বক্তব্যে সারাদেশের নারী সমাজ বিক্ষুব্ধ ও আহত হয়েছে।’
সোমবার (২২ অক্টোবর) কুড়িগ্রামে দায়ের হওয়া মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মাহবুবে আলম বলেন, ‘ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে আজকেও (কুড়িগ্রামে দায়ের মামলা) একটি মামলার শুনানি হয়েছে। উনি মাসুদা ভাট্টি সম্পর্কে যে উক্তি করেছেন সেই উক্তিতে আমাদের সারাদেশের নারী সমাজ বিক্ষুব্ধ এবং আহত।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তার (মইনুল) বক্তব্যকে উল্লেখ করে তার বিরুদ্ধে একটি নালিশি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় মইনুল হোসেন অন্তর্বর্তীকালীন জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন। আমি শুনানিকালে আদালতকে ষ্পষ্টভাবে বলেছি, উনি একজন নারীকে উদ্দেশ্য করে যে উক্তি করেছেন তাতে সমগ্র নারী সমাজ আহত হয়েছে, বিক্ষুব্ধ হয়েছে এবং আমাদের দেশের ভাবমূর্তিও নষ্ট হয়েছে। কারণ ওই অনুষ্ঠানটি সমগ্র বিশ্বের সকলেই দেখেছে।’
আদালতে মইনুলের জামিনের বিরোধিতা করা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “সবচেয়ে শেষ কথা হলো জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সাথেও তার (ব্যারিস্টার মইনুল) যোগাযোগ আছে বলে দম্ভোক্তি করে টেলিভিশনে বক্তব্য দিয়েছেন। মামলার এজাহারে এই কথারও উল্লেখ আছে। যেহেতু জামায়াত ইসলামীর কোনও রেজিস্ট্রেশন নেই। তাই তার অঙ্গ সংগঠন ছাত্রদেরও (ছাত্র শিবির) আইনগত বৈধতা নেই। তারপরও উনি (ব্যারিস্টার মইনুল) যদি এভাবে বলেন যে, ‘তাদের (জামায়াত ইসলামী) সাথে যোগাযোগ থাকায় আমি গর্বিত।’ তাহলে দেশবাসী আহত হয়। আমি এই কথাগুলো তুলে আদালতকে বলেছি। তাছাড়াও উনি যদি জামিন চান তবে তাকে নিম্ন আদালতে গিয়ে জামিন চাইতে হবে। এটা এমন কোনও মামলা নয় যে হাইকোর্ট থেকে জামিন নিতে হবে। যাই হোক, অনেকক্ষণ শুনানি করে আদালত তাকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।’

শুনানিকালে আদালত বলেন, ‘যেহেতু যিনি সংক্ষুব্ধ ব্যক্তি তিনি এই মামলা (কুড়িগ্রামের মামলা) করেননি। তাহলে এই মামলা কিভাবে চলে?’
এ প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, ‘আমি স্পষ্টভাবে আদালতকে বলেছি, কেন এই মামলাকারী নারী বিক্ষুব্ধ হয়েছেন। এটা বলা যাবে না যে, উনাকে (মাসুদা ভাট্টি) একা বললে নারী সমাজ বিক্ষুব্ধ হবে না। আমাদের দেশের সমগ্র নারী সমাজ এই ধরনের ঢালাও বক্তব্যে আহত হয়েছে এবং ক্ষুব্ধ হয়েছে।’

আরও পড়ুন: মানহানির মামলায় আগাম জামিন পেলেন ব্যারিস্টার মইনুল

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!