X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তুরাগ থেকে উদ্ধার লাশ দুটি শনাক্ত করলো পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ০৩:০০আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৪:০৭

লাশ উদ্ধার

রাজধানীর উত্তরার তুরাগ থানার কাশবন থেকে উদ্ধার হওয়া গলিত লাশ দুটি শনাক্ত করেছে তাদের পরিবার। নিহত দুজনের গ্রামের বাড়িই ফরিদপুরের নগরকান্দা এলাকায়। তাদের বিরুদ্ধে নগরকান্দা থানায় ডাকাতির মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২২ অক্টোবর) দুপুরের পর নিহতদের পরিচয় শনাক্ত করেন তাদের স্বজনরা। নিহতরা হলেন ইমন শেখ (৩৫) ও কামাল শেখ (৩৫)। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকীন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি নুরুল মোত্তাকীন বলেন, ‘নিহত দুজনের গ্রামের বাড়ি ফরিদপুরে। তারা সম্পর্কে কিছু হন না। তবে একই এলাকার। তাদের স্বজনরা সোমবার দুপুরের পর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে এসে লাশ দুটি শনাক্ত করেন।’

পুলিশ জানায়, নিহত দুজন তিন থেকে চার মাস ধরে ঢাকায় বসবাস করছেন। তবে তারা ঢাকার কোনও এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন না। কখনও তারা কদমতলী আবার কখনও গাবতলী এলাকায় থাকতেন। এর আগে তারা ফরিদপুরে ছিলেন। শনিবার (২০ অক্টোবর) মধ্যরাতে পুলিশ রুস্তমপুর বেড়িবাঁধ সড়ক থেকে এক কিলোমিটার দূরে তুরাগ থানা এলাকার কাশবনের ভেতর থেকে ইমন ও কামালের গলিত লাশ উদ্ধার করে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকীন বলেন, ‘গলিত লাশ দুটির পরিচয় পাওয়ার পর তাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত তাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারিনি। তাদের বিরুদ্ধে ফরিদপুরে ডাকাতির মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কারা, কী কারণে তাদের হত্যা করেছে এ বিষয়ে অনুসন্ধান চলছে।

পুলিশ জানায়, দুটি লাশের চেহারা দেখে চেনার কোনও উপায় ছিল না। পরিবারের সদস্যরা তাদের পরনের কাপড় দেখে লাশ দুটি শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, ওই দুই ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করে কাশবনের ভেতর নির্জন স্থানে ফেলে যায় খুনিরা। দুজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা গেলো তারা ফরিদপুরে ডাকাতি মামলার আসামি। তারা দুজনে তিন থেকে চার মাস আগে ঢাকায় আসেন। তবে তারা ঢাকায় কী করতেন এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি। তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখনও আমরা নিশ্চিত না তাদের মৃত্যু কীভাবে হয়েছে।’

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের ধারণা, কোনও অপরাধী গ্রপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাদের খুন করা হতে পারে। কারণ, তাদের দুজনেরই অপরাধের ইতিহাস রয়েছে। তারা ঢাকায় এসে হয়তো অপরাধীচক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল। তবে তারা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিল কিনা এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের ব্যক্তিগত এবং পারিবারিক কোনও শত্রুতা রয়েছে কিনা এ বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

তুরাগ থানা পুলিশ জানায়, রূপনগর থানাধীন রুস্তমপুর বেড়িবাঁধের মূল সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাশবনের ভেতরে গলিত লাশ দুটি পাওয়া যায়। তবে ঘটনাস্থলটি তুরাগ থানার মধ্যেই পড়ে। মূল সড়ক থেকে সেখানে পায়ে হেঁটে যেতে হয়। নির্জন এবং ঝোপ থাকার কারণে সাধারণত ওই কাশবনের ভেতরে কেউ যান না। তাছাড়া ঘটনাস্থলের আশপাশে কোনও লোকালয় নেই। পচা লাশের তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

আরও পড়ুন...

তুরাগে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

 

 

/এআরআর/আইএ/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়