X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যক্ষ্মা নির্ণয়ে সিলেটে অত্যাধুনিক ল্যাবরেটরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ০৬:২৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০৬:২৯

অর্থমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যরা রোগীদের যক্ষ্মা নির্ণয়ের লক্ষ্যে বায়োসেফটি লেভেল-৩ (বিএসএল-৩ ল্যাব) নামক ল্যাবরেটরি নির্মাণ করা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যক্ষ্মা রোগের তথ্য সংরক্ষণে সিলেটের বক্ষব্যাধী হাসপাতালকে এটি হস্তান্তর করা হয়েছে। গুণগত ও মানসম্মত উপায়ে যক্ষ্মা রোগ নির্ণয়ে ইউএসএইড ও গ্লোবাল ফান্ড এই ল্যাবরেটরি তৈরিতে অর্থায়ন করেছে।

সিলেটের বক্ষব্যাধী হাসপাতাল সংলগ্ন বিএসএল-৩ ল্যাবটিতে নাম ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এরপর পূর্ব দরগা গেইটে অবস্থিত স্টার প্যাসিফিক হোটেলে এক অনুষ্ঠানে পরীক্ষাগারটির হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়— বাংলাদেশে যক্ষ্মা রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ার কারণে, যক্ষ্মা পরীক্ষার জন্য ল্যাবরেটরি বাড়ানো প্রয়োজন। সর্বোচ্চ সুবিধাসম্পন্ন বায়োসেফটির তিন স্তরের এ ল্যাবরেটরিটি দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের দ্রুত ও মানসম্মত সেবা দেবে। অত্যাধুনিক ডায়াগনস্টিক টেকনোলজি সম্পন্ন এ ল্যাবরেটরিটি ঔষধ প্রতিরোধী যক্ষ্মার পরীক্ষায়ও যুগান্তকারী ভূমিকা রাখবে। একটি শিপিং কন্টেইনারের ভিতরে নির্মিত এ পরীক্ষাগারটি সম্পূর্ণ নিরাপদ, নির্ভুল এবং সাশ্রয়ী।

আরও জানানো হয়— পরীক্ষাগারটি সলিড কালচার ও ডিএসটি এর মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় স্তরের ঔষধ প্রতিরোধী যক্ষ্মা নির্ণয় করার পাশাপাশি জিন এক্সপার্ট প্রক্রিয়া এবং অত্যাধুনিক ডায়াগনষ্টিক যন্ত্রাংশের সহায়তায় রফাম্পিসিম প্রতিরোধকারী যক্ষ্মা দ্রুত শনাক্ত করবে। এটি জাতীয় ঔষধ প্রতিরোধকারী যক্ষ্মাবিষয়ক জরিপ, গবেষণা এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনায় একটি কেন্দ্রীয় গবেষণাগার হিসেবেও কাজ করবে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ইউএসএআইডি যে অবদান রাখছে তা প্রশংসার দাবি রাখে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— ইউএসএআইডি’র প্রতিনিধি ডা. আলিয়া আল মোহান্দেজ। এছাড়া উপস্থিত ছিলেন— পরিচালক এমবিডিসি ও লাইন ডাইরেক্টর টিবি লেপ্রসি অ্যান্ড এএসপি অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন প্রমুখ।

/টিওয়াই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’