X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ১৪:৩৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৫:১৮

খন্দকার মাহবুব হোসেন রাজনৈতিকভাবে হয়রানি করতেই ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। মঙ্গলবার শুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ব্যারিস্টার মইনুলকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলা। আদালতের আদেশটি সরকারের ইচ্ছার প্রতিফলন।’

তিনি বলেন, ‘আমরা আদালতের কাছে অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলাম। এরপর যে কোর্টে মামলা সেখানে পাঠানোর জন্য বলেছিলাম। কিন্তু আদালত জামিন না মঞ্জুর করে দিয়ে উঠে গেলেন।’

খন্দকার মাহবুব বলেন, ‘এই মামলায় যে কয়টি ধারা আছে সবকটি জামিনযোগ্য। আদালত জামিন দিতে পারতেন। সুপ্রিম কোর্টে একটি নির্দেশনাও আছে। কিন্তু আদালত জামিন দেননি।’

বাংলাদেশে বর্তমান গণতান্ত্রিক আন্দোলনে ব্যারিস্টার মইনুলের ভূমিকা আছে। ব্যারিস্টার মইনুলকে যুক্তফ্রন্টের অন্যতম নেতা বলেও তিনি মন্তব্য করেন। এই আদেশের বিষয় উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডি সভাপতি আসম আব্দুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। রংপুরে দায়ের করা মানহানির একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর বেসরকারি ৭১ টেলিভিশনের একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। এরপর তিনি অবশ্য দুঃখ প্রকাশ করে লিখিত ক্ষমা চাইলেও তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকরা।

এরপর ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন মাসুদা ভাট্টি। দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। দুই মামলায় মইনুল হোসেন হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। আর কুড়িগ্রামে দায়ের করা মামলায় আগাম জামিনের জন্য আবেদন করেন তিনি।

 আরও পড়ুন: 
ব্যারিস্টার মইনুলকে কারাগারে পাঠানোর আদেশ

 

/এআরআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়