X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রওশন আরার ডানের কিডনিটি গেলো কোথায়?

তাসকিনা ইয়াসমিন
২৬ অক্টোবর ২০১৮, ২৩:০১আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৭:১৫

রওশন আরা চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা রওশন আরার (৫৫) বাম পাশের কিডনি ফেলে দেওয়ার জন্য অস্ত্রোপচার করা হয়। পরে দেখা গেলো তার ডান পাশের কিডনিটিও নেই। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন। গত ৫ সেপ্টেম্বর চিকিৎসকদের পরামর্শে তার বাম পাশের কিডনি ফেলে দেওয়ার জন্য অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই দেখা যাচ্ছে তার শরীরে দুটো কিডনিই নেই। এ নিয়ে স্বজনরা প্রশ্ন তুলেছেন, ডান পাশের কিডনিটি গেল কোথায়?

রওশন আরার সন্তান রফিক শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মাকে আমি বিএসএমএমইউতে চিকিৎসা করাই। এখানকার চিকিৎসকদের পরামর্শে মায়ের কিডনিতে অস্ত্রোপচার করা হয়। এরপর মা বেডে থাকা অবস্থায় রাতে তার শারিরীক অবস্থার অবনতি হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক আমার মাকে আইসিইউতে নেওয়ার জন্য বলেন। বিএসএমএমইউতে আইসিইউ খালি না থাকায় মাকে মগবাজারের ইনসাফ কিডনি হাসপাতালে নিয়ে যাই। ওই হাসপাতালের প্রফেসর ছিলেন ফখরুল সাহেব। তিনি বলেন, আপনার মায়ের কিডনি কেন ফাংশন করছে না, তা জানা দরকার। তিনি ল্যাবএইড হাসপাতালে পরীক্ষার জন্য পাঠালেন। সিটি স্ক্যানের পর ল্যাবএইডের চিকিৎসকরা বলেন, আগের কাগজপত্রে দেখা যাচ্ছে; আপনার মায়ের বাম কিডনি কেটে ফেলা হয়েছে। কিন্তু, পরীক্ষার পর দেখা যাচ্ছে ডানের কিডনিও নেই। কিডনিটি কোথায় গেলো? ওটা কী ফেলে দেওয়া হয়েছে?’

আরও পড়ুন: জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রওশন আরা!

রফিক শিকদার বলেন, ‘সব রিপোর্ট দেখার পর ইনসাফ হাসপাতালের চিকিৎসক ফখরুল স্যার মাকে আর তার হাসপাতালে রাখতে চাইলেন না। পরে মাকে আবার বিএসএমএমইউতে নিয়ে আসলাম।’

বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ধরনের ঘটনা খুব বেশি না হলেও কোনও কোনও রোগীর ক্ষেত্রে দেখা যায়। দেখা যায় যে, রোগীর একটি কিডনিতে জন্মগত ক্রুটি থাকে। কোনও কোনও সময় রোগীর কিডনি ফাংশনাল থাকে না। সেটা সিটি স্ক্যানে ধরা নাও পড়তে পারে।’

ডা. মো. হাবিবুর রহমান দুলাল বলেন, ‘রোগীর প্রি অপারেটিভ সিটি স্ক্যানটি ঠিকমতো করা হয়নি। সেখানে বলতে পারেনি যে, রোগীর বাম দিকের কিডনি ডানদিকের সঙ্গে জোড়া লাগানো। তার অস্ত্রোপচার শুরু করার পর বোঝার উপায় ছিল না। কারণ রোগীর তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। তার পেটে পুঁজ ছিল। চিকিৎসকরা বুঝতে পারেননি। রোগীর প্রচুর ব্লিডিং হচ্ছিল। এটা সাইন্সের ব্যাপার। আমাদের চিকিৎসকদের রোগীর কিডনির প্রতি কোনও লোভ ছিল না। আমরা কিডনি নিয়েই বা কী করব। মেডিক্যাল সাইন্সের বিষয়টি আসলে আগে বুঝতে হবে।’
ডা. মো. হাবিবুর রহমান দুলাল বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, বাম দিকের কিডনি অস্ত্রোপচার করতে গিয়ে ডান দিকের কিডনি কেনই বা নিতে যাবো। আমাদের তো অতো ঠেকা পড়েনি। ওটা নিয়ে আমি যদি কোনও কাজে লাগাতে পারতাম তাহলে আমি নিতাম! অস্ত্রোপচারের পর আসলে ডানের কিডনিটি কোথায় গেল— এ নিয়ে রোগীর স্বজনদের পাশাপাশি খোদ বিএসএমএমইউ কর্তৃপক্ষও বিভ্রান্ত।  কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর হারুন অর রশীদকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটিও গঠন করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এই কমিটির একজন সদস্য ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আমানুর রসুল।’

ডা. মো. হাবিবুর রহমান দুলাল বলেন, ‘আসলে কিডনিটির কী হয়েছে, এটা নিয়ে আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আমরা বিষয়টি নিয়ে রিপোর্ট জমা দেবো। রিপোর্টটি বিএসএমএমইউ’র উপাচার্যের কাছে দেওয়া হবে। তিনিই তখন গণমাধ্যমের কাছে বিস্তারিত জানাবেন। এটি কোনও গোপনীয় বিষয় নয়। আসলে কিডনিটির কী হয়েছে, সেই প্রশ্নের উত্তর আমরা যেটা পেয়েছি; সেটা আমরাও সবাইকে জানাতে চাই।’

মাকে সুস্থ করার জন্য চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করার পর থেকে মায়ের অবস্থা দিনে দিনে খারাপ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রওশন আরার দুই সন্তান রফিক শিকদার ও শরিফ শিকদার। তারা বলেন, ‘আমরা এখন মায়ের সুস্থতার দিকেই জোর দিচ্ছি। মা সুস্থ হলে আমরা মায়ের অন্য কিডনিটির কী হয়েছে, সেটা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেবো।’

রফিক শিকদার প্রশ্ন রাখেন, শুধু কি আমার মায়ের ক্ষেত্রেই এমন হলো; নাকি অন্য রোগীদের বেলায়ও এমন ঘটনা ঘটে। বিষয়টি আমাদের আসলে সবার স্বার্থেই জানা দরকার। 

ডা. মো. হাবিবুর রহমান দুলাল বলেন,‘রোগীর এই ঘটনা আসলে খুবই মর্মান্তিক। এই ঘটনার পর রোগীর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আমরা কাজ করছিলাম। তার বোন ডোনার হিসেবে কিডনি দেবে, সে ব্যাপারে প্রস্তুতিও চলছিল। কিন্তু হঠাৎ করে  স্ট্রোক হওয়ায় তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আমরা মেডিক্যাল বোর্ডের মাধ্যমে রোগীর পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত নেবো।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!