X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

কার গুলিতে প্রাণ হারালেন সোহেল?

শেখ জাহাঙ্গীর আলম ও ডি এইচ সৌরভ
২৭ অক্টোবর ২০১৮, ০০:২০আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৮:১৬

কেরানীগঞ্জ ঢাকার কেরানীগঞ্জে পোস্তগোলায় বাংলাদেশ চীন-মৈত্রী প্রথম বুড়িগঙ্গা সেতু টোলমুক্ত করার দাবিতে শুক্রবার (২৬ অক্টোবর) সকাল থেকে আন্দোলন শুরু করেন ট্রাকচালক শ্রমিকরা। এ আন্দোলনের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে সোহেল হাওলাদার (২৫) নামে এক ট্রাক শ্রমিক নিহত হন। কার গুলিতে শ্রমিক সোহেল নিহত হয়েছেন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন পুলিশের গুলিতে, কেউ বলছেন টোলপ্লাজার ইজারাদারের গুলিতে সোহেলের মৃত্যু হয়েছে।

শ্রমিকদের আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় সেতুর মুখে ট্রাক রেখে অবরোধ করেন তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে বাঁধে দ্বিমুখী সংঘর্ষ। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়লে অপর দিক থেকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ছররা গুলি (রাবার বুলেট) ছোড়ে। এ সময় ওই ট্রাক শ্রমিক নিহত হন। এই ঘটনায় আহত হন অন্তত ২৫-৩০ জন শ্রমিক। এছাড়াও ১২-১৪ জন পুলিশ সদস্যও আহত হন।

ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে প্রথমে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নিহত সোহেলের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তে রাতেই দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ নিহত সোহেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।  

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত সোহলের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, বুকের নিচে মাঝখানে দেড় ইঞ্চি নিচে ১ ইঞ্চি পরিমাণ ছিদ্রযুক্ত জখম রয়েছে। পিঠের বাঁ পাশে একটি ছিদ্রযুক্ত জখম দেখা যায়। এছাড়া তার শরীরের আর কোথাও কোনো জখম দেখা যায়নি। টোলসংক্রান্ত সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সোহেলের মৃত্যু হয়েছে। 

শ্রমিক নেতারা বলছেন, বাংলাদেশ চীন-মৈত্রী প্রথম বুড়িগঙ্গা সেতুর ইজারাদার খোরশেদ আলমের লোকজনের গুলিতে সোহেল নিহত হন। শ্রমিকদের কেউ কেউ বলছেন সংঘর্ষের সময় পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে। এদিকে,পুলিশ বলছে কার গুলিতে ট্রাক শ্রমিক সোহেল নিহত হয়েছেন সেটি তদন্তসাপেক্ষ। এদিকে, নিহতের পরিবার এ বিষয়ে কিছুই বলতে পারছে না।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শফিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রাক শ্রমিক সোহেল কার গুলিতে নিহত হয়েছেন সেটি এখনই বলা মুশকিল। বিষয়টি তদন্তসাপেক্ষে বলা যাবে। শ্রমিকদের মধ্যে থেকে অনেকেই কয়েকজনের নাম বলেছেন। আমরা সেটিও তদন্ত করে দেখছি।’

তিনি বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের ভেতরে অন্য কেউ প্রবেশ করে পুলিশের উপর হামলা ও নাশকতার চেষ্টা করতে পারে বলে ধারণা করছি। ঘটে যাওয়া ঘটনা সাধারণ শ্রমিকদের দ্বারা ঘটানো সম্ভব নয়।’

কীভাবে ট্রাকের হেলপার সোহেলের মৃত্যু হয়েছে জানতে চাইলে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম দাবি করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের গুলিতে ট্রাক শ্রমিক সোহেল হাওলাদারের মৃত্যু হয়নি। পোস্তগোলা ব্রিজের টোল প্লাজার ইজারাদার খোরশেদ আলমের লোকজনের গুলিতে সোহেল মারা গেছেন।’

‘একটি মহল প্রপাগান্ডা ছড়াচ্ছে’ দাবি করে বাংলাদেশ-চীন মৈত্রী প্রথম বুড়িগঙ্গা সেতুর ইজারাদার এ আলম এন্টারপ্রাইজের পরিচালক মো. আলম বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমরা ব্যবসা করতে বসেছি আমরা কোনো গুণ্ডামি করতে বসিনি। যারা এসব কথা বলছে, তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে।’

তিনি বলেন, ‘ঘটনা ঘটেছে দক্ষিণ কেরানীগঞ্জে আর আমি এখনও ঢাকায় আমাদের টোল প্লাজায় বসে আছি। শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে। পুলিশ তাদের সরাতে চেয়েছে। পরে পুলিশের উপর তারা আক্রমণ করেছে। পুলিশ পাল্টা আক্রমণ করেছে। এই ঘটনা আমরা টোল প্লাজায় বসে শুনছি।আমার টোল প্লাজার যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য আমি এখানেই সকাল থেকে বসে আছি।’

নিহত সোহেলের শ্বশুর মোশারফ সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্দোলনে গিয়ে আমার মেয়ের জামাই মারা গেল। আমি এর বিচার চাই।’

সোহেলকে কারা গুলি করেছে? জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা বলতে পারি না। তরে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় সোহেলের বুকে গুলি লাগলে সে মারা যায়।’

জানা গেছে, চলতি বছরের গত ২১ অক্টোবর এ আলম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ-চীন মৈত্রী প্রথম বুড়িগঙ্গা সেতুটি ইজারা নেয়। এরপর থেকে মোটরসাইকেল, রিকশা, ভ্যানগাড়ি, ব্যাটারিচালিত রিকশা, প্রাইভেটকার, মাইক্রো, লেগুনা, মিনিবাস, বড় বাস, পিকআপ, ছোট ট্রাক, ট্রাক থেকে ১০ টন পর্যন্ত টোল বৃদ্ধি করে ইজারাদার প্রতিষ্ঠানটি। এর পর বৃহস্পতিবার থেকে টোলমুক্ত করার দাবি জানিয়ে আন্দোলনে নামে ট্রাক চালক ও শ্রমিকরা। 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়