X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এডুকো’র বিজ্ঞানমেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৮, ০১:৩৮আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ০১:৪২

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এডুকো’র বিজ্ঞানমেলা শিশুদের বিজ্ঞান-শিক্ষা কার্যক্রমে আগ্রহী করে তোলা ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য– এডুকেশন অ্যান্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য একটি আন্তঃস্কুল বিজ্ঞান মেলার আয়োজন করেছে। রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে অনুষ্ঠিত এই মেলায় ঢাকা ও নারায়ণগঞ্জের ২৩টি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা অংশ নেন।

এডুকোর পরিচালিত, ঢাকা ও নারায়ণগঞ্জ আরবান এলাকায় ১৯টি স্কুলে অধ্যায়নরত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়। এ মেলার মূল লক্ষ্য ছিল শিশুদের বিজ্ঞান-শিক্ষা কার্যক্রমে আগ্রহী করে তোলা, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখতে সহায়ক হবে।

উক্ত বিজ্ঞানমেলার কার্যক্রম পরিদর্শন শেষে প্রধান অতিথি কে এম ওয়াদুদ বলেন, ‘সমাজের এই সুবিধাবঞ্চিত শিশুরা অদম্য সাহসী। তারা কাজের ফাঁকে ফাঁকে পড়ালেখা করে বিজ্ঞান শিক্ষার আগ্রহ নিয়ে মেলায় আসছে। এডুকোর মত প্রতিষ্ঠান সরকারের মানসম্মত শিক্ষা উদ্যোগকে এগিয়ে নিতে বিজ্ঞানমেলা আয়োজনের মাধ্যমে সহায়তা করছে। আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনি এম সরকার মেলায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, অবিভাবক, সমাজকর্মী, উন্নয়নকর্মী, জনপ্রতিনিধি ও সরকারের শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করনে। তিনি সবাইকে এই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসহ তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান।

এডুকো বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রতি বছর প্রায় ১৪ হাজার ৯৮৩ শিশু এবং তাদের পরিবারের ও সমাজের এক বিশাল অংশ এই বিজ্ঞান শিক্ষাকার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারে।

উল্লেখ্য, এডুকো বাংলাদেশে সর্বমোট ৪৪ টি শিশু বিকাশ কেন্দ্র (ইসিডি), ৩৫টি প্রাথমিক বিদ্যালয় (৫টি কর্মজীবি শিশু শিক্ষা প্রতিষ্ঠান সহ) গাজিপুর জেলার কালিগঞ্জে, ময়মনসিংহ জেলার ভালুকা এবং ঢাকা ও নারায়নগঞ্জ এলাকায় পরিচালনা করে থাকে। এছাড়া ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুনগতমান উন্নয়নে সহযোগিতা করে থাকে।

প্রধান অতিথি বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আব্দুল ওয়াদুদ এই মেলার উদ্বোধন করেন।

উক্ত বিজ্ঞানমেলায় বিশেষ অতিথি হসিবে উপস্থিত ছিলেন এস এম জাহদিুল ইসলাম (ডিরেক্টর-চন্দ্রনড়ি রিয়াল এস্টটে লিমিটেড), মোসাম্মৎ খালেদা আকতার (থানা শিক্ষা অফিসার, মোহাম্মদপুর), রওশন আরা , এডুকো বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর জনি এম সরকার ও সিনিয়র র্কমর্কতারা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা