X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সরকারের এই মেয়াদে শিক্ষা আইন হচ্ছে না: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ১৯:৪৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ২৩:২০



মতবিনিময়ের সময় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদের শিক্ষা আইন হচ্ছে না। আমরা তাড়াহুড়া করে আইনটি কেবিনেটে তুলতে চাইনি। অংশীজনের সঙ্গে আরও আলোচনার বিষয় রয়েছে। পরবর্তী সরকার আইনটি চূড়ান্ত করবে। ’ রবিবার (২৮ অক্টোবর) সচিবালয়ে ‘বাংলাদেশ অ্যাডুকেশন রিপোর্টার্স ফোরাম’(বিইআরএফ)-এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বছরের প্রথম দিন প্রায় ৩৬ কোটি বই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। আগামী ১৪ ডিসেম্বরের আগেই সব বই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। ইতোমধ্যে প্রায় ১৮ কোটি বই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে।’ তিনি বলেন, ‘গত ১০ বছরে প্রায় সাড়ে তিনগুণ শিক্ষার্থী বেড়েছে। এ জন্য আমরা অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছি। স্কুল, কলেজ ও মাদ্রাসা মিলিয়ে ৩৩ হাজার ভবনের নির্মাণ কাজ চলছে।’

কোচিং বাণিজ্য বন্ধে আইনের প্রয়োগ প্রয়োজন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘কোচিং বন্ধে আমাদের নিজস্ব কোনও ব্যবস্থা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হয়। আইন প্রয়োগ করে ব্যবস্থা নিতে হবে। তাছাড়া অপরাধীরা কোর্টে গিয়ে ছাড়া পায়। শিক্ষা আইন হলে কোচিং পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে।’

কোচিং ছাড়াই মানসম্মত শিক্ষা অর্জনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের স্কুলে লেখাপড়ার প্রতি মনোযোগী করে তুলতে আমরা ১৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি। শিক্ষার্থীরা যেন কোচিংয়ে না যায়, সে জন্য অভিভাবকদের উপলব্ধি করতে হবে।’
নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘যোগ্য সব শিক্ষা প্রতিষ্ঠানকেই এমপিও দেওয়া হবে। তবে তা হবে পর্যায়ক্রমে। প্রতিবছরই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।’
নিবন্ধিত শিক্ষক জট সমাধানের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে পদ্ধতিটা ভালো। মামলার কারণে সমস্যা হচ্ছে। আমরা সমাধানের চেষ্টা করছি।’

মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি মোস্তফা মল্লিক, সহ-সভাপতি মোর্শেদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম আববাস, যুগ্ম সম্পাদক শারমিন নিরা, অর্থ সম্পাদক জুবায়ের আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিনার সুলতানা, সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক মাহবুব কবির চপল, কার্যকরী কমিটির সদস্য বিভাষ বাড়ই, রাকিব উদ্দিন, মাসুদ উল হকসহ সংগঠনের ২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়