X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সিডও সনদ পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৮, ০৩:৩৪আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ০৩:৪৬

সিডও সনদ পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবি

মানবাধিকার বিষয়ক সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় প্ল্যাটফর্ম সিটিজেনস্ ইনিশিয়েটিভস্ অন সিডও, বাংলাদেশ। বুধবার (৩১ অক্টোবর) রাজধানীর তোপখানার সিরডাপ মিলনায়তনে আয়োজিত সভা থেকে এই দাবি জানানো হয়।

দেশের ৫৭টি মানবাধিকার ও নারী অধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত প্লাটফর্মটি এই সভার আয়োজন করেছে। সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাজমুল হক প্রধান, কাজী রোজী এবং সেলিনা জাহান লিটা, ইউএন উইমেন এর প্রোগ্রাম স্পেশালিস্ট জুলিয়া পেলোসি, বাংলাদেশ নারী প্রগতি সংঘর নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, জেন্ডার বিশেষজ্ঞ ফওজিয়া খোন্দকার ইভা প্রমুখ।

সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম এবং সঞ্চালনা করেন স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার। 

এসময় সংসদ সদস্য নাজমুল হক প্রধান বলেন, ‘আমরা যে সুন্দর সমাজ গড়ার লক্ষ্য ও আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, তা আজো বাস্তবায়িত হয়নি। আমরা এমন একটি সমাজ চেয়েছিলাম যেখানে সকল ধর্ম, বর্ণ, জাতি, জেন্ডার নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবে। কিন্তু দুঃখের বিষয় সেই লক্ষ্য এখনো অর্জিত হয়নি বলে আমাদের নারী এবং বিভিন্ন ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের আজো তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে হচ্ছে।’ 

সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা বলেন, ‘তার নারী সহকর্মীরা অত্যন্ত আন্তরিকতা ও স্বতঃস্ফূর্ততার সঙ্গে কাজ করেন। তা সত্ত্বেও বিভিন্ন প্রতিকূলতা, বিশেষ করে সহযোগী পুরুষ রাজনীতিবিদদের পুরুষতান্ত্রিক মন-মানসিকতার কারণে অনেক বাধার সম্মুখীন হতে হয়।’ সেগুলো জয় করেই তিনি সামনে এগিয়ে যেতে চান এবং নারী উন্নয়নে ভবিষ্যতে আরও অনেক কাজ করতে চান বলেও জানান তিনি।  

 

/টিওয়াই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি