X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘সে প্রয়োজনে কোর্টে যাক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৮, ২২:৩৪আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ২৩:০৫

বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল বুধবার (৩১ অক্টোবর) মারা যান কিডনি হারানো রওশন আরা (৫৫)। তিনি চলচ্চিত্রকার রফিক শিকদারে মা। মায়ের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন রফিক শিকদার। তার অভিযোগ চিকিৎসকের অবহেলায় তার মা মারা গেছেন। বৃহস্পতিবার (১ নভেম্বর) এই বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সে প্রয়োজনে কোর্টে যাক। কোর্ট সিদ্ধান্ত নেবে, কী শাস্তি হবে।’

মো. হাবিবুর রহমান দুলাল বলেন, ‘কেন আমরা তার ডান দিকের কিডনি আনতে যাবো। নরমালি তো আসেনা, কেউ আনতে পারেন না। সে মেন্টাল বা ফিজিক্যাল সাপোর্ট দেয়নি। সে কোনও দিন আসেওনি। আমি এক্সট্রা দুই জন লোক নিয়োগ দিয়েছি। আমি এ পর্যন্ত এই রোগীর জন্য ৩ লাখ টাকা খরচ করেছি। আমরা কোনও মিথ্যে বলিনি। এমন অ্যাকসিডেন্ট সারা পৃথিবীতেই হয়। তাকে এতদিন ধরে আমি সহ্য করেছি, কারণ তার মা বেঁচে ছিল। তার মায়ের এই অবস্থা আমাদের মাধ্যমে হয়েছে। আমরা খুবই দুঃখিত।’

মো. হাবিবুর রহমান দুলাল বলেন, ‘রোগীর বাম কিডনিতে অস্ত্রোপচার হয়েছে। এরপর সে ডায়ালাইসিস পেয়েছে। ডায়ালাইসিস পাওয়ার পর সে সেরিব্রাল স্ট্রোক করেছে। তার হেমোরেজিক হয়েছে। সে কার্ডিয়াক ফেইলিয়রে মারা গেছে। যে কারণে মারা গেছে, সেটা তো কিডনির জন্য নয়। স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। এই রোগী মারা যাওয়ার আগে তার বোনকে ও ছোট ছেলেকে বলে গেছে, ডাক্তার সাহেবের বিরুদ্ধে কিছু করিস না। উনি খুবই ভালো মানুষ। আমি ভদ্র মহিলার জন্য এখন প্রত্যেক নামাজে দোয়া করছি। বেচারি কষ্ট করেছে অনেক। মারা গেছে আল্লাহ তাকে নিয়ে গেছে। আমি আমার যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছিল, তার সবটুকু তার জন্য করেছি।’

মো. হাবিবুর রহমান দুলাল বলেন, ‘তার মৃত্যু নিয়ে লুকানোর কিছু নেই। এখানে সবকিছু ডকুমেন্টেড। এটা একটা দুর্ঘটনা। প্রি সিটিস্ক্যান তার কিডনির সমস্যার কথা বলতে পারেনি। আমরা গত দেড়টা মাস তার জন্য অনেক করেছি। তার সেরিব্রাল দুর্ঘটনা হয়েছে। সারা পৃথিবীতে এসব হচ্ছে অহরহ। অস্ত্রোপচারের পর উনি ইমপ্রুভ করে গেলো। এরপর তিন সপ্তাহের মধ্যে তার কিডনির ট্রান্সপ্লান্ট করতাম। কিন্তু তিনি ম্যাসিভ স্ট্রোক করে গেলো। এখন তার ছেলে রফিক শিকদার চাইছে, তার মায়ের ডেথ সার্টিফিকেটে লিখে দিতে হবে যে, কিডনির জন্য তার মা মারা গেছে। আমরা প্রথমে কি হয়েছে, এগুলো সব লিখে দিয়েছি। এখানে লুকোচুরির তো কিছু নেই। ’

মো. হাবিবুর রহমান দুলাল বলেন, ‘ওরা লুকোচুরি করছে। বলছে আমরা কিডনি নিয়ে অন্যের শরীরে দিয়েছি। ডা. মামুনের মায়ের গায়ে কিডনি লাগিয়েছি। ওরাতো অনেক বাজে কথা বলছে।’

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রওশন আরার বাম কিডনিতে অস্ত্রোপচার করেন বিএসএমএমইউ এর চিকিৎসকরা। এরপর তার শরীরের অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তখন সিটি স্ক্যানে ধরা পড়ে তার শরীরে কোনও কিডনিই নেই। সেই অবস্থা থেকে কিছুটা শারীরিক অবস্থার উন্নতি হলেও পরে তার অবস্থা বেশ খারাপ হতে থাকে।  ৩১ অক্টোবর (বুধবার) রাত ১০টায় রওশন আরা সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: 

কিডনি হারানো রওশন আরা মারা গেছেন

বিচার’ না পেলে রওশন আরার মরদেহ নেবেন না স্বজনেরা

 

/টিওয়াই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা