X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অস্ত্রোপচার দরকার হলেও রাজি নন ‘দীর্ঘ মানব’ জিন্নাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৮, ২০:৩২আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৪:৪৫



জিন্নাত আলী (ছবি: সংগৃহীত) দেশের সবচেয়ে লম্বা ব্যক্তি জিন্নাত আলীর মস্তিষ্কের টিউমার অপসারণে অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

রবিবার (৪ নভেম্বর) বিএসএমএমইউয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
সাড়ে সাত ফুট উচ্চতার মো. জিন্নাত আলী (২২) বিএসএমএমইউয়ে ভর্তি আছেন। কক্সবাজারের রামুর মো. আমির হামজা ও শাহ পরী বেগমের তৃতীয় সন্তান তিনি।
ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘রোগী চাইলে আগামী সপ্তাহেই অস্ত্রোপচার করা হবে। তবে এ জন্য তিনি এখনও রাজি হননি। তাকে কাউন্সিলিং করা হচ্ছে।’
জিন্নাত আলী সম্পর্কে বিএসএমএমইউ’র এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন জানান, জিন্নাত ১২ বছর বয়স পর্যন্ত অন্য বাচ্চাদের মতোই বেড়ে ওঠেন। তবে এরপর তিনি অন্যদের তুলনায় দ্রুত বাড়তে শুরু করেন। এই সমস্যা নিয়ে স্থানীয় হাসপাতালে গেলে তাকে বিএসএমএমইউতে রেফার করা হয়।
তিনি বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে জিন্নাত আলী প্রফেসর মো. ফরিদ উদ্দিনের অধীনে এন্ডোক্রাইনোলজি বিভাগে ভর্তি হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে এক ধরনের টিউমার পাওয়া যায়, যা তার দ্রুত বেড়ে ওঠার কারণ। ওই সময় তাকে অপারেশনের পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি অপারেশন করাতে অসম্মতি জানান এবং হাসপাতাল থেকে চলে যান। এরমধ্যে তার সমস্যা বিভিন্ন পরিসরে বাড়তে থাকে।’
তিনি বলেন, ‘গত ২৩ সেপ্টেম্বর মো. জিন্নাত আলী ডান পায়ে ব্যথা ও ফোলা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়। সেখানকার ডাক্তার তার পায়ের সমস্যায় প্রয়োজনীয় চিকিৎসা দেন। এতে তার আংশিক উন্নতি হয়। এরই মধ্যে স্থানীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নজরে এলে তাকে চিকিৎসার আশ্বাস দেওয়া হয়। এরপর গত ২২ অক্টোবর আমাদের এখানে ভর্তি করা হয়। তার রোগের বৃত্তান্ত নিয়ে বিভিন্ন পরীক্ষা করা হয়।’
ডা. ফরিদ উদ্দিন জানান, জিন্নাত আলীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হয়েছে। পরীক্ষার রিপোর্টে তার বিভিন্ন সমস্যা ধরা পড়ে, যেমন- ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, অস্টিওআথ্রাইটিস এবং সেলুলেটিস অব রাইট লেগ। তার মূল সমস্যা হলো Acrogigantism, যা মস্তিষ্কের পিটুইটারি টিউমারের জন্য হয়। এখন তার অপারেশন এবং অপারেশন-পরবর্তী চিকিৎসা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ’র শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিওয়াই/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!