X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রওশন আরার দুই কিডনি হারানোর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ০১:২৯আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ০১:৩৩

সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রওশন আরা নামের এক রোগীর বাম পাশের কিডনি অস্ত্রোপচারের পর দুই কিডনি হারানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র পরিচালক শিল্পী সমিতি। মঙ্গলবার (৬ নভেম্বর) বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এফডিসি)’র ফজলুল করিম স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান। একইসঙ্গে এই ঘটনায় একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এই চলচ্চিত্রে সব শিল্পী অতিথিশিল্পী হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি আকবর হোসেন পাঠান ফারুক বলেন, চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মায়ের বাম পাশের কিডনি অস্ত্রোপচারের পর ডান পাশেরটি কিভাবে কাটা পড়ল সেটি অবশ্যই বিচার বিভাগীয় তদন্ত করে বের করতে হবে। একইসঙ্গে এই অস্ত্রোপচারের সঙ্গে জড়িত চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, বিএসএমএমইউ এর মতো এত বড় একটা জায়গায় কেন রোগীর আইসিইউয়ের ব্যবস্থা থাকবে না? একটি বিকল কিডনি কেটে ফেলার পর ভালো কিডনিটি কোথায় গেল? এটা আমাদের জানাতে হবে।

দুই কিডনি হারানো রোগী রওশন আরার ছেলে পরিচালক রফিক শিকদার বলেন, মায়ের ঘটনায় ২২ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাত্র সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেবার নির্দেশ দিলেও গত ৩১ অক্টোবর মা মারা যাবার পর সেই কমিটি কেন রিপোর্ট প্রকাশ করল? এই ঘটনা নিয়ে গণমাধ্যমে এত রিপোর্ট প্রকাশের পরও সরকারের পক্ষ থেকে কিছুই হলো না দেখে আমি অবাক হচ্ছি’।

এসময় আরও বক্তব্য রাখেন প্ল্যানিং কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমান, চলচ্চিত্র পরিচালক প্রযোজক সমিতির সভাপতি বদিউল আলম খোকন, অভিনেতা শহীদুল আলম সাচ্চু, চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ হোসেন জেমী, চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়ক জায়েদ খান বলেন, চিত্রনায়ক বাপ্পী।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রোগী রওশন আরার বাম পাশের কিডনিতে অস্ত্রোপচার করেন বিএসএমএমইউ-এর চিকিৎসকরা। পরে জানা যায়, তার ডানপাশের কিডনিটিও নেই। গত ৩১ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি খতিয়ে দেখতে ২২ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৫ নভেম্বর সেই তদন্ত কমিটি সংবাদমাধ্যমকে জানায়, কিডনির কারণে নয় সিভিয়ার সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে রওশন আরার মৃত্যু হয়েছে। 

/টিওয়াই/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!