X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
আট বছরে ‘ঢাকা লিট ফেস্ট’

স্পর্শের সীমানায় বিশ্বসাহিত্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ১০:৩০আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১০:৪১
image

বাংলা একাডেমি প্রাঙ্গণে অষ্টমবারের মতো শুরু হয়েছে ঢাকা লিট ফেস্ট। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ সাহিত্য আসরের। আয়োজনের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সঙ্গে থাকবেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায্‌ এবং আহসান আকবার।  

স্পর্শের সীমানায় বিশ্বসাহিত্য  
সাহিত্যের সীমা নেই, সীমানাহীন সাহিত্য ছড়িয়ে যায় দেশ-কালের গণ্ডি পেরিয়ে। ভাষার মাধ্যমে বাহিত এই সাহিত্য সীমানা পেরিয়ে একসময় হয়ে ওঠে সর্বজনীন। দেশের সাহিত্যকে বিশ্ব দরবারে এবং বিশ্বসাহিত্যকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার প্রত্যয় নিয়েই অষ্টমবারের মতো শুরু হয়েছে ঢাকা লিট ফেস্ট। 


লিট শব্দটিকে বিস্তৃত করলে লিটারারি হয়। এর আভিধানিক অর্থ দাঁড়ায় সাহিত্য সম্পৃক্ত। তবে ঢাকা লিট ফেস্টকে সাহিত্য সম্পৃক্ত কোনও উৎসব বলে বিবেচনা করতে গেলেই একেবারেই ভুল হবে। ২০১১ সাল থেকে শুরু হওয়া বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সাহিত্য উৎসবের গণ্ডি শুধু সাহিত্যেই বাধা নেই। আট বছর এটি ছড়িয়েছে সমাজ, সংসার, মানুষ, রাজনীতি, চলচ্চিত্র, চিত্রকলা,  আলোকচিত্র, বিজ্ঞান, গণিত, অনুজীব বিজ্ঞানসহ বহু শাখায়।
এই উৎসবে চর্চিত হওয়া সাহিত্যকে স্বত্বাবোধের ঠিকানা নাম দেওয়াটাই শ্রেয়। নিজের ইতিহাস, ঐতিহ্য খুঁড়ে এনে বিশ্ব দরবারে হাজির করার গল্পটাই আমাদের জানিয়ে দেয় উৎসব মানেই সাময়িক আনন্দ নয়। উৎসব মানে সংস্কৃতির হাত ধরে বিশ্বের নানা বাঁকে প্রবেশ করা, এবং ঢাকা লিট ফেস্ট বাংলাদেশকে নিয়ে ইতোমধ্যে বিশ্বদরবারে উপস্থিত হয়েছে।
এক দশক পূর্ণ করার পূর্বেই ঢাকা লিট ফেস্টের স্বীকৃতির ঝুলিটি অনস্বীকার্য। গত ৮ বছরে ৫০টি দেশের ৩৩০ জন অতিথি এসেছেন ঢাকা লিট ফেস্টে। ঢাকা লিট ফেস্টেই এসেছিলেন ফিজিওলজি মেডিসিনে নোবেলজয়ী বিজ্ঞানী হ্যারল্ড ভারমাস। ২০১৬ সালে লিট ফেস্ট উদ্বোধন করেন সাহিত্যে নোবেল বিজয়ী সাহিত্যিক ভিএস নাইপল। এসেছেন ভারতীয় রাজনীতিক শশী থারুর, সাংবাদিক সলিল ত্রিপাঠি, বারখা দত্ত, উইলিয়াম ডালরিম্পল, পুলিৎজার জয়ী বিজয় শেষাদ্রি, তারিক আলি, অরুনাভ সিনহা, চলচ্চিত্র নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী, অ্যালেক্স প্রেস্টন, সিরিয়ার কবি আদোনিস, আফ্রিকান সাহিত্যিক বেন ওকরি, অস্কারজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টন।
এই বিদেশি লেখক-সাহিত্যিকদের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের তুলে ধরা বাংলাদেশিদের সংখ্যাও কম নয়। সাত বছরের এই আয়োজনে এখন পর্যন্ত অংশ নিয়েছেন তিন শতাধিক বাংলাদেশি লেখক, গবেষক, সাংবাদিক।
এবার এই উৎসবের তিনদিনে ৯০টির বেশি সেশন অনুষ্ঠিত হবে। এখানে শুধু সাহিত্য নয় আর্ট, ফটোগ্রাফি, ফিল্ম সব কিছুরই প্রদর্শনী থাকছে।
বরাবরের মতো দেশ-বিদেশের দুই শতাধিক সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিক, গবেষক, সাংবাদিক এ অনুষ্ঠানে অংশ নেবেন। বিদেশি অতিথিদের মধ্যে এবার অংশ নেবেন পুলিৎজার বিজয়ী মার্কিন সাহিত্যিক ও শিক্ষাবিদ অ্যাডাম জনসন, পাকিস্তানী বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও কলামিস্ট মোহাম্মদ হানিফ, ব্রিটিশ উপন্যাসিক ফিলিপ হেনশের, বুকার বিজয়ী ব্রিটিশ উপন্যাসিক জেমস মিক, ভারতীয় জনপ্রিয় লেখিকা জয়শ্রী মিশরা, লন্ডন ন্যাশনাল অ্যাকাডেমি অব রাইটিংয়ের পরিচালক ও কথাসাহিত্যিক রিচার্ড বিয়ার্ড, ভারতীয় লেখিকা হিমাঞ্জলি শংকর, শিশুতোষ লেখিকা মিতালি বোস পারকিন্স, ওয়াল স্ট্রিট জার্নাল এশিয়ার প্রধান হুগো রেস্টল, মার্কিন সাংবাদিক প্যাট্রিক উইন, লেখক ও সাংবাদিক নিশিদ হাজারি।
বাংলাদেশের সাহিত্যপ্রেমীদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন ভারতীয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। থাকছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা ও নন্দিতা দাস এবং অস্কার বিজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টন।
ঢাকা লিট ফেস্টের আয়োজন তিন দিনের ৭২ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এর কর্মব্যাপ্তি বছরজুড়ে। লিট ফেস্টকে সামনে রেখে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য অনুবাদ নিয়ে কাজ করছে লাইব্রেরি অব বাংলাদেশ।
এসব নানা আয়োজন প্রতি মুহূর্তে পাঠক, লেখক, দর্শক সবাইকে মনে করিয়ে দেয়, এই উৎসব বিশ্বকে এনেছে স্পর্শের সীমানায়।

এফএএন/এনএ/
সম্পর্কিত
আমি ইউটিউবে বাংলাদেশের নাটক দেখি: শীর্ষেন্দু
দৃঢ় হলো পাঠক-লেখকের বন্ধন, শেষ হলো ঢাকা লিট ফেস্ট
ফেক নিউজ: অধিকার, দায়বোধ, প্রতিকার
সর্বশেষ খবর
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!