X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘শুধু ঢাকা নয়, বাইরের নগরী নিয়েও আলাদা পরিকল্পনা করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ২২:৪১আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২২:৫৭

সেমিনারে অতিথিরা

শুধু ঢাকা নয়, বাইরের নগরীগুলো নিয়েও আলাদা পরিকল্পনা করতে হবে বলে মত দিয়েছেন সাবেক তত্ত্বাধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘নগর শব্দটা আমরা যখন ব্যবহার করছি, তখন সব নগরের সমস্যা সামনে চলে আসে। এক নগরের সঙ্গে অন্য নগরের বড় ধরনের কিছু পার্থক্য রয়েছে। আমাদের আরবান স্প্রেকট্রামের একটা ধারণা মাথায় নেওয়া খুব জরুরি। ওই ধারণায় প্রত্যেকটা নগরীকে একইভাবে চিন্তা করার কথা বলা হয়েছে। আর এজন্য শুধু ঢাকা নগরী নিয়ে পরিকল্পনা করলে হবে না, অন্য নগরীগুলো নিয়েও ভিন্ন পরিকল্পনা করতে হবে।’

বৃহস্পতিবার (৮ নভেম্বর) ‘টেকসই নগর ও জনবসতি’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত বিশ্ব নগর পরিকল্পনা দিবস-২০১৮ উপলক্ষে সমসাময়িক পরিকল্পনা ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, ‘পরিকল্পনায় কিছু বিষয় রাখা দরকার। এর মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, বাসযোগ্য নগর, সু-সমন্বয় ও নান্দনিকতা ইত্যাদি। প্রত্যেকটা বিষয়কে আলাদা গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নগরগুলো নানা সমস্যার মধ্যে গড়ে উঠছে। নগরগুলো অপরিকল্পিতভাবে তৈরি হচ্ছে। এজন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

সভাপতির বক্তব্যে বিআইপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘ট্যানারি স্থানান্তর হয়েছে বুড়িগঙ্গা নদীকে বাঁচানোর জন্য। কিন্তু হিতে বিপরীত হয়েছে। এখন ধলেশ্বরী নদী বুড়িগঙ্গার মতো মরতে বসেছে। সুতারাং এখন সরকারকে এ নদী বাঁচানোর উদ্যেগ নিতে হবে।’

বিআইপির সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– বিআইপির সাবেক সভাপতি অধ্যাপক গোলাম রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আখতার মাহমুদ, বিআইপির সহ-সভাপতি ফজলে রেজা সুমন, ব্র্যাকের কর্মসূচি প্রধান হাসিনা মোশারেফা, সিনিয়র সাংবাদিক অমিতোষ পাল প্রমুখ।

সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা আধুনিক নগরায়ণ নিয়ে তাদের ধারণাপত্র উপস্থাপন করেন। বিকালে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মধ্যে পরিকল্পনা বিতর্ক অনুষ্ঠিত হয়।

 

/এসএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী