X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অনুধাবনই সাহিত্যের আধার: অ্যাডাম জনসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ১৫:০৪আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৫:১১





অনুধাবনই সাহিত্যের আধার: অ্যাডাম জনসন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্থানীয় চিড়িয়াখানায় নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন অ্যাডামের বাবা। শিশু অ্যাডামের বয়স যখন মাত্র আট, মা-বাবার বিচ্ছেদ হয়। নিঃসঙ্গ শৈশবে বাবার সঙ্গে সোনোরান মরুভূমিতে প্রায়ই ঘুরতে যেতেন অ্যাডাম। ধূ ধূ মরুর বুকে প্রাণের অস্তিত্ব নেই, তবুও সেখানেই গভীরভাবে অনুভবে ধরা পড়ে প্রাণ। অ্যাডাম বিশ্বাস করেন, এই ‘দেখতে’ পারা আর না-পারার মধ্যে ফাঁরাক শুধুই অনুভবে, অনুধাবনে।


শিশু বয়সের এই বোধোদয় থেকেই সাহিত্যের পথে চলা শুরু অ্যাডাম জনসনের। মোটে পাঁচ দিন উত্তর কোরিয়ায় সময় কাটিয়ে সেখানকার পটভূমিতে রচিত ‘দ্য অরফ্যান মাস্টারস সন’ উপন্যাস তাকে এনে দিয়েছে পুলিৎজার।
ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন শুক্রবার (৯ নভেম্বর) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘ফিয়ারসাম ফিউচারস’ শিরোনামে কেলি ফ্যালকোনারের সঙ্গে এই বিষয়গুলো নিয়েই আলাপ জমান অ্যাডাম।
এশীয় সাহিত্যিক ও বোদ্ধাদের প্রতিনিধিত্বকারী সংগঠন এশিয়া লিটারেরি এজেন্সি। ২০১৩ সালে হংকংয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় কেলি ফ্যালকোনারের হাত দিয়ে। এর আগে ফিকশন, নন-ফিকশন দুই ধারাতেই সম্পাদক হিসেবে কাজ করেছেন লন্ডনের বিভিন্ন প্রকাশনা সংস্থায়। অ্যাডামের কাছে প্রথমেই কেলি জানতে চান মুক্ত পৃথিবী প্রসঙ্গে।
অ্যাডাম জনসনের আরেকটি পরিচয়, যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। খুব সহজেই অ্যাডাম ঝটপট উত্তর দেন কেলির প্রশ্নের। ‘বাতাসের বয়ে যাওয়া, পাখির কলতান— এগুলো যখন আপনি উপলদ্ধি করতে পারছেন, তখনই বুঝবেন আপনি মুক্ত পৃথিবীতে মুক্তভাবে বেঁচে আছেন।’
অ্যাডাম বলেন, ‘প্রত্যেকটি মানুষের জীবনের গল্প তাকে ঘিরেই আবর্তিত হয়। লক্ষ্য ঠিক করে, নানা চড়াই-উতরাই পেরিয়ে যখন আমরা সেই কাঙ্ক্ষিত চূড়ায় পৌঁছাই, তাকেই জীবনের সার্থকতা বলে মেনে নিই। এই গল্পের পুরোটায় সেই ব্যক্তিই নায়কের ভূমিকায় থাকে। কিন্তু উত্তর কোরিয়ার আড়াই কোটি মানুষের জীবনের গল্প পৃথিবীর বাকি মানুষের মতো না। এখানে প্রত্যেকটা মানুষের জীবনের গল্প ঘুরপাক খায় একজন শাসককে কেন্দ্র করে।’ ফিকশন নামক মুখোশের আড়ালে দ্য অরফ্যান মাস্টারস সন-এ ফুটে উঠেছে এই নিদারুণ সত্য।
সাহিত্যে ‘রসবোধ’কে খুব গুরুত্ববাহী প্রপঞ্চ হিসেবে দেখেন অ্যাডাম। লেখনীর সঙ্গে পাঠকের আন্তঃযোগাযোগ খুব সহজ করে দেয় এই বিষয়টি। লেখালেখির ক্ষেত্রে গবেষণা আর বর্তমান মুহূর্তে বাস করতে পছন্দ করেন অ্যাডাম। কেলি ফ্যালকোনারও তাই মনে করেন। বলেন, ‘কোনও লেখা শুরু করার আগে মৌলিক গবেষণা কাজটুকু সেড়ে কয়েক মাসের বিরতি নিয়ে তারপর কলম চালানো শুরু করা যেতে পারে। এতে সেই সাহিত্যটি স্বতস্ফূর্তভাবে সম্পন্ন হয়।’ আরেক কাঠি সরেস অ্যাডাম জ্যাজ সংগীতের সঙ্গে তুলনা দিয়ে বসেন পুরো প্রক্রিয়াটিকে।
এক প্রশ্নের জবাবে প্রাচ্য-পাশ্চাত্যের মধ্যে সাহিত্য বিনিময়ের ব্যাপারে একমত হন অ্যাডাম, কেলি দুজনেই। কেলি জানান, প্রাচ্যের সাহিত্যের মাত্র তিন শতাংশ পরিমাণ পশ্চিমে অনূদিত হয়।
কাজের সূত্রে বিশ্বের অনেক দেশেই ঘুরে বেড়িয়েছেন অ্যাডাম। অকপটে স্বীকার করলেন, বাংলাদেশের মানুষের মতো উষ্ণ আতিথেয়তা অন্য কোথাও পাননি তিনি। অ্যাডাম মনে করেন, এর কারণ মানবতাবোধ। এই চর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান ধ্বনিত হয় তার কণ্ঠে।

 

/এইচআই/
সম্পর্কিত
আমি ইউটিউবে বাংলাদেশের নাটক দেখি: শীর্ষেন্দু
দৃঢ় হলো পাঠক-লেখকের বন্ধন, শেষ হলো ঢাকা লিট ফেস্ট
ফেক নিউজ: অধিকার, দায়বোধ, প্রতিকার
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়