X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর নিয়ন্ত্রণ বুঝে পেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ১৮:৩২আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৯:০৯

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নিয়স্ত্রণ হস্তান্তর

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালানিয়া স্পেসের কাছ থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ বুঝে পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কার্যালয়ে টাইটেল হস্তান্তরের মাধ্যমে পূর্ণ নিয়ন্ত্রণ বুঝে নেওয়া হয়।

জানা যায়, গত ১১ মে স্যাটেলাইট উৎক্ষেপণের পর থেকে এর নিয়ন্ত্রণ ছিল উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়ার হাতে। গত জুনে প্রাথমিকভাবে এটার নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সব ধরনের কারিগরি পরীক্ষা শেষে সম্পূর্ণভাবে এর নিয়ন্ত্রণ বুঝে নেওয়া হলো শুক্রবার। প্রথমে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হকের কাছে নিয়ন্ত্রণ হস্তান্তর করেন বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর থ্যালাস অ্যালেনিয়ার প্রোগ্রাম ম্যানেজার জিল ওবাদিয়া। দায়িত্ব বুঝে নিয়ে জহুরুল হক পরে স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের কাছে টাইটেল হস্তান্তর করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ ব্যাপারে মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা আমাদের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের সক্ষমতা অর্জন করেছি। আমরা এটাকে গর্বের ধন হিসেবে দেখি। আমরা একটা স্যাটেলাইটের গর্বিত মালিক।’ তরুণরা স্যাটেলাইটের নিয়ন্ত্রণ নেওয়ায় তিনি তাদের অভিনন্দন জানান।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে লাইফ টাইম (১৫ বছর), তার অর্ধেক সময়ে এর খরচ উঠে আসবে এবং বাকি সময়ে স্যাটেলাইটটি মুনাফা করবে।’

তিনি আরও জানান, আগামী তিন বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ প্রকল্প পুঁজি বাজারে নিয়ে আসা হবে। যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে।

 

এইচএএইচ/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা