X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রেসিডেন্সি প্রোগ্রাম ফেজে’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ২২:৫২আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২২:৫৪

রেসিডেন্সি প্রোগ্রাম ফেজে’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন রেসিডেন্সি প্রোগ্রাম ফেজ-এর মার্চ-২০১৯ সেশনের ভর্তি পরীক্ষা শুক্রবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বুয়েট মূল ক্যাম্পাস, বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাস, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিএসএমএমইউয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে ১৭৭টি হল পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. সৈয়দ মোজাফফর আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ৫টি অনুষদে ভর্তির জন্য ১ হাজার ১শ ২টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৭শ ৮ জন। অনুষদভিত্তিক পরীক্ষার্থী ও আসন সংখ্যা হলো মেডিসিন অনুষদে পরীক্ষার্থী ৩ হাজার ৩ শ ৩৮ জন, আসন ৩শ ৬৯, সার্জারি অনুষদে ৩ হাজার ৯শ ১৭ জন, আসন ৪শ ৫২, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল অনুষদে পরীক্ষার্থী ১ হাজার ১ শ ৬৩ জন, আসন ১শ ২২, শিশু অনুষদে ৮শ ৫৪ জন, আসন ১শ ১৩ এবং ডেনটিসট্রি অনুষদে পরীক্ষার্থী ৪শ ৩৬ জন, আসন ৪৬টি।
মোট ৯ হাজার ৭শ ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ২শ ৮৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে মেডিসিন অনুষদে ৩ হাজার ২শ ৫ জন পরীক্ষার্থী, সার্জারি অনুষদে ৩ হাজার ৭শ ৩৩ জন পরীক্ষার্থী, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল অনুষদে ১ হাজার ৯৪ জন, শিশু অনুষদে ৮শ ৩২ জন এবং ডেনটিসট্রি অনুষদে ৪শ ২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। পরীক্ষার ফল শুক্রবার রাতেই প্রকাশিত হবে।

/টিওয়াই/ওআর/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি