X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাহিত্যে 'মি টু' আন্দোলনের প্রভাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৮, ১৭:৩৯আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৮:৫৫
image

ঝড়, টর্নেডো, সাইক্লোন কিংবা যেকোনও ধরনের  প্রাকৃতিক দুর্যোগই হোক, সেটার স্থায়িত্ব বেশি সময় থাকে না। কিন্তু গত বছর কিছু নারী এক নতুন আন্দোলনের সৃষ্টি করেছিলেন। সেই ঝড় ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। ১৮ জন নারী ফরাসী এক আলোকচিত্রী কতৃক যৌন হয়রানির শিকার হয়েছেন। পরবর্তীতে এই আন্দোলনের নাম হয়েছে ‘মি টু।’

সাহিত্যে 'মি টু' আন্দোলনের প্রভাব
মি টু আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রূপান্তরিত হয়েছে গণ আন্দোলনে। এই ঝড়ের উত্তাপের কারণেই এই বছর সুইডিশ একাডেমি বাধ্য হয়েছে ‘সাহিত্যে নোবেল’ পুরস্কার স্থগিত করতে। কারণ হিসেবে তারা বলেছেন, সাহিত্যে নোবেল পুরস্কারের যে কমিটি রয়েছে তাদের সাথে যৌন হয়রানির প্রশ্ন উঠেছে।

ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিনের দুপুরের অধিবেশনে ‘নো নোবেল: মি টু ইন লিটারেচার’ শীর্ষক আলোচনায় উপস্থিত ছিলেন জার্মান লেখক ওলগা গ্রাসনোয়া, ব্রিটিশ ঔপন্যাসিক ও অধ্যাপক ফিলিপ হেনশার, ব্রিটিশ লেখক রিচার্ড বিয়ার্ড, আমেরিকান লেখক রস পটার ও ভারতীয় লেখক, সম্পাদক ও সমাজকর্মী হিমাঞ্জলি শংকর। সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় লেখক চন্দ্রবিভাস চৌধুরী।


চন্দ্রবিভাস চৌধুরী সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিতের কারণ ও এর প্রভাব দিয়ে আলোচনা শুরু করেন। ফিলিপ হেনশার বলেন, ‘সুইডিশ একাডেমির এই পদক্ষেপ তাদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনে সাহায্য করবে। নোবেল পুরস্কার ও তাদের কর্তৃপক্ষের ভবিষ্যৎ নির্ভর করে এই আন্দোলনের ফলাফলের ওপর। আগে অনেকেই কন্ঠস্বর না তুললেও এখন সবাই কন্ঠস্বর তুলছে। আমি ব্যক্তিগতভাবে নোবেল পুরস্কার বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানাই।’
রস পর্টার বলেন, ‘যারা বই পড়ে, শিল্প ও সাহিত্যের চর্চা করে তাদের জন্য এই দূষিত পরিবেশ ক্ষতির দিকে নিয়ে যাবে। গত শতাব্দীতে প্রথম নারীবাদের আন্দোলন শুরু হয়। তারই ফলাফল এই মি টু আন্দোলন।’ হিমাঞ্জলি শংকর তার নিজস্ব অভিজ্ঞতা থেকে যুক্ত করে বলেন, ‘গত ১৫ বছর ধরে তেমন পরিবর্তন দেখিনি। কিন্তু বিগত কয়েক মাস ধরে এক ধরনের সচেতনতা লক্ষ করা যাচ্ছে। শুধু নারীদের মধ্যে না, পুরুষদের মধ্যেও জনসচেতনতা লক্ষ করা যাচ্ছে।’
আলোচক রিচার্ড বিয়ার্ড বলেন। ‘মি টু আন্দোলন সাহিত্যের ওপর যে প্রভাব তৈরি করেছে, তা শুধু সাহিত্যে কিংবা শিল্পকে ছাড়িয়ে ভেঙে দিয়েছে ক্ষমতার ভিত্তিকে।’ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফিলিপ হেশনার নারীদের আরও সাহসী ও প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরামর্শ দেন।
সঞ্চালক চন্দ্রবিভাস চৌধুরী বলেন, ‘যেসব লেখক এরকম ন্যাক্কারজনক কাজ করতে পারে তা লেখক হলেও শিল্পী হতে পারে না। কারণ একজন শিল্পী এ ধরনের কাজ করতে পারে না।’  
দর্শকের মধ্য থেকে একজন ব্রিটিশ নাগরিক তার নিজস্ব অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
ব্যক্তি ও শিল্পকে আলাদা করা যায় তার কাজের ভিত্তিতে। যদি কোনও পুরুষ তার কাজের ক্ষেত্রে কোনও নারীকে হয়রানি করেন, তাহলে সেটা সাহিত্যের ক্ষেত্রে হোক কিংবা সাধারণ মানুষের জীবনেই হোক, সোচ্চার হওয়া জরুরি- এমন কথাই বলেন বক্তারা।

/এনএ/
সম্পর্কিত
আমি ইউটিউবে বাংলাদেশের নাটক দেখি: শীর্ষেন্দু
দৃঢ় হলো পাঠক-লেখকের বন্ধন, শেষ হলো ঢাকা লিট ফেস্ট
ফেক নিউজ: অধিকার, দায়বোধ, প্রতিকার
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া