X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নোবেল পাওয়া উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৮, ১৯:২৮আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৯:৩১
image

ঢাকা লিট ফেস্টের রোহিঙ্গা বিষয়ক ‘রেইপ বাই কমান্ড: দ্য আফটারম্যাথ’ শীর্ষক আলোচনায় উপস্থিত ছিলেন সাংবাদিক জিউইন রবিন্সন, এনজিওকর্মী রাজিয়া সুলতানা, ডা. মরিয়ম মোল্লা, মানবাধিকার কর্মী শিরিন হক এবং সঞ্চালক হিসেবে ছিলেন ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্‌।

‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নোবেল পাওয়া উচিত’
শিরিন হক প্রথমেই রোহিঙ্গা নিয়ে পোস্টার দেখান। পোস্টারে ছবি তুলেছেন সাংবাদিক শহীদুল আলম। সেই ছবিতে একটি রোহিঙ্গা পরিবার ছিল, পরিবারের মেয়েটি ধর্ষিত হয়েছে মায়ানমারের আর্মিদের দ্বারা। জিউইন রবিন্সন রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ একটি মহৎ কাজ করছে। এতগুলো মানুষকে আশ্রয় দিচ্ছে, বাংলাদেশকে রোহিঙ্গা ইস্যুতে নোবেল প্রাইজ দেওয়া উচিত।’
ডা. মরিয়াম রোহিঙ্গাদের ক্যাম্পে দিনের বেলায় থাকেন, সেখানের নারীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। তার মতে, ‘রোহিঙ্গা নারীরা নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে একদমই সচেতন না। মাত্রাতিরিক্ত রক্ষণশীল জীবনযাপন করার কারণে তারা সাধারন শব্দ সেক্সও উচ্চারণ করে না। তাদের রোহিঙ্গা ভাষায় কোনও ‘সেক্স’ বিষয়ক শব্দ নেই। শব্দ না থাকায় তাদেরকে রেইপ ভিক্টিম কিনা তা জিজ্ঞেসও করা যায় না। তারা ধর্ষণকে বলে ঝুলুম। এভাবেই কঠিন ট্যাবুর মধ্যে তারা বেঁচে আছে।’
রাজিয়া সুলতানা বলেন, ‘তারা ভয় পায় স্বীকার করতে যে তারা ধর্ষিত হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বোঝা যায় তাদের প্রায় বেশিরভাগই হলো ধর্ষণের স্বীকার। এর ফলে তারা এখন সন্ধ্যার পর তাদের তাঁবু থেকে বের হয় না। হয়তো ১০ মিনিট দূরত্বে তাদের টয়লেট, তাও তারা যেতে সাহস করে না।' রোহিঙ্গাদেরকে মানসিক ট্রমা থেকে বের হওয়ার জন্যে অনেক এনজিও কর্মী কাজ করছে।তাদেরকে মানসিক স্বাস্থের জন্য কাউন্সিলিং করা হচ্ছে। রোহিঙ্গা মহিলাদের প্রশিক্ষণের জন্য অনেক কোর্স চালু আছে সেখানে। সেলাই, হাতের কাজ শেখানো হয়। যেন তাদের কাজ করার সুযোগ সৃষ্টি হয়। রাজিয়া সুলতানা বলেন, ‘রোহিঙ্গারা যতটা না মসজিদ বা মক্তবের জন্যে আগ্রহী, তারচেয়ে ঠিক বিপরীত অবস্থান হলো স্কুলে যাওয়ার ব্যাপারে তাদের মানসিকতা।’
শিরিন হক বলেন, ‘রোহিঙ্গাদের জন্যে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে বাংলাদেশ সরকার। এটা একটি ইতিবাচক ব্যাপার।’ উপস্থিত কানাডিয়ান হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত রোহিঙ্গা ইস্যুতে কোনও কথা বলে না। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, এজন্য কানাডিয়ানরাও চায় বাংলাদেশকে নোবেল পুরস্কার দেওয়া হোক।’ সর্বশেষে জিউইন রবিন্সন বলেন, ‘আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর দরকার আরও বেশি বেশি তহবিল সংগ্রহ করে বাংলাদেশকে রোহিঙ্গা ইস্যুতে সাহায্যের জন্য দেওয়া।’

/এনএ/
সম্পর্কিত
আমি ইউটিউবে বাংলাদেশের নাটক দেখি: শীর্ষেন্দু
দৃঢ় হলো পাঠক-লেখকের বন্ধন, শেষ হলো ঢাকা লিট ফেস্ট
ফেক নিউজ: অধিকার, দায়বোধ, প্রতিকার
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা