X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পূর্বাচলে ১৬ আবাসন কোম্পানির কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থিতাবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ২৩:১০আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২৩:১৭

 

হাইকোর্ট পূর্বাচল নুতন শহরের আশপাশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালিগঞ্জ থানার অধীন ১৬টি আবাসন কোম্পানির ভরাট কার্যক্রম ও দখলের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে আদালতে দাখিলের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিট আবেদনের শুনানিতে সোমবার (১২ নভেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এছাড়া ওইসব কোম্পানির জলাশয়, পুকুর ও জলাভূমি ভরাট ও দখল এবং কোম্পানির সাইনবোর্ড স্থাপন বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। পাশাপাশি জলাশয়, পুকুর ও জলাভূমি রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব, রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এর আগে পূর্বাচল নতুন শহরের আশপাশের এলাকায় জলাশয়, পুকুর ও জলাভূমি রক্ষার নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট দায়ের করা হয়।
রিটের শুনানিতে মনজিল মোরসেদ আদালতকে বলেন, পরিবেশ সংরক্ষণ আইন এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনের বিধান অনুসারে নদীর জায়গা দখল ভরাট সম্পূর্ণ নিষেধ। কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রূপগঞ্জে এবং কালিগঞ্জের বিভিন্ন এলাকায় ১৬টি আবাসন কোম্পানি অবৈধভাবে জলাশয়, জলাভূমি, নিচু ভূমি ও পুকুর ভরাট এবং বিভিন্ন কোম্পানির সাইনবোর্ড স্থাপন কার্যক্রম চালাচ্ছে। এর ফলে স্বাভাবিক পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়ছে পরিবেশের ওপর।
শুনানি শেষে হাইকোর্ট গত তিন বছরের অ্যারিয়েল ম্যাপ (গুগল অথবা স্যাটেলাইটের মাধ্যমে ম্যাপ) সংগ্রহ করে পূর্বাচল নতুন শহর এলাকার আশেপাশে রূপগঞ্জ এবং কালিগঞ্জ থানার বিভিন্ন এলাকার জলাশয়, জলাভূমি, নিচু ভূমি ও পুকুর ইত্যাদি চিহ্নিত করে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে সরকারকে নির্দেশ দেন।
ওই ১৬ আবাসন কোম্পানি হচ্ছে প্ল্যাটিনাম পূর্বাচল সিটি, সিটি ক্লাউড, কানাডা সিটি, জমিদার সিটি, ড্রিমল্যান্ড, হোমল্যান্ড পূর্বাচল সিটি, হোমটাউন পূর্বাচল সিটি, প্রিটি রিয়েল এস্টেট, মাসকট গ্রিন সিটি, পুষ্পিতা এমপিয়ার হাউজিং, রিমঝিম হাউজিং, নন্দন সিটি, বেস্টওয়ে সিটি, মালুম সিটি, মেরিন সিটি এবং সোপান সিটি।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’