X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলা ট্রিবিউনের নামে ফেক ওয়েবসাইট!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ২০:৩১আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২০:৪১

ফেক ওয়েবসাইটটির প্রচ্ছদ। অতিরিক্ত একটি ‘আই’ যোগ করা ইউআরএলটি লালবৃত্তে চিহ্নিত। অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের হুবহু প্রায় একই নামে একটি ফেক ওয়েবসাইট প্রকাশ করেছে একটি সংঘবদ্ধ অপরাধীচক্র। চক্রটি বাংলা ট্রিবিউনের নামে একটি ফেসবুক পেজও তৈরি করেছে। www.banglatribune.com-এর আদলে অতিরিক্ত একটি ইংরেজি অক্ষর ‘আই’ যোগ করে এই ওয়েবসাইট খোলা হয়েছে। সংঘবদ্ধ অপরাধীচক্রটি বাংলা ট্রিবিউনের সকল কন্টেন্ট কপি করে ভুয়া ওয়েবসাইটে প্রকাশ করছে। এছাড়া বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল ও প্রকাশক কাজী আনিস আহমেদের নামও হুবহু ব্যবহার করছে তারা।

বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষ বলছেন, বুধবার (১৪ নভেম্বর) একটি সংবাদের প্রতিবাদ পাওয়ার জের ধরে ভুয়া এই ওয়েবসাইটের সন্ধান পাওয়া যায়। ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিট ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি-বিটিআরসিকে জানানো হয়েছে। তারা বিষয়টি অনুসন্ধান করে সংঘবদ্ধ অপরাধীচক্রকে আইনের আওতায় আনার চেষ্টা করছেন।

বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষ মনে করছেন, এই সংঘবদ্ধ অপরাধীচক্রটি বাংলা ট্রিবিউনের উত্তরোত্তর সুনাম বিনষ্ট, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রশ্নের মুখে ফেলার জন্য এ কাজ করেছে। এছাড়া সংঘবদ্ধচক্রটি রাষ্ট্রীয় স্পর্শকাতর বিষয় নিয়ে প্রতিবেদন প্রচার করে তার দায় বাংলা ট্রিবিউনের কাঁধে চাপানোর চেষ্টায় লিপ্ত রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই বছরের ১৯ সেপ্টেম্বর ফেক এই ওয়েবসাইটটি রেজিস্টার্ড হয়। এক বছর মেয়াদি রেজিস্ট্রেশনকৃত এই ওয়েবসাইটটি বাংলা ট্রিবিউনের মূল ফ্রন্ট পেজ ডাউনলোড করে নকল ওয়েবসাইটটি তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে।

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের উপ-কমিশনার মো. আলিমুজ্জামান বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

 

/এনএল/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!