X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্রাথমিক সমাপনীতে এমসিকিউ থাকছে না, সংবাদ সম্মেলন কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ২০:৫৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:২৮

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এ বছর থেকেই প্রাথমিক সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী পরীক্ষায় বহুনির্বচনী (এমসিকিউ) থাকছে না। আগামী ১৮ নভেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে এ পরীক্ষা। আগামীকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এমসিকিউ তুলে দেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েক বছর থেকেই আমরা খেয়াল করছি এমসিকিউ থাকার কারণে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। এছাড়া শিক্ষার্থীদের যোগ্যতা ও মেধা যাচাই করাও সম্ভব হয়না এমসিকিউ দিয়ে। ফলে এবার থেকে প্রশ্নপত্রে এমসিকিউ প্রশ্নপত্র থাকছেনা। গত বছর থেকেই এমসিকিউ তুলে দেওয়ার ব্যাপারে পরিকল্পনা ছিল মন্ত্রণালয়ের।’

সচিব আকরাম-আল-হোসেন  বলেন, ‘এমসিকিউ তুলে দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন দেওয়া হবে। সংক্ষিপ্ত প্রশ্নের মান থাকবে ১ নম্বর করে। যেখানে শিক্ষার্থীদের এক দুই লাইন লিখতে হবে। যাতে শিক্ষার্থী তার মেধা ও যোগ্যতা প্রমাণ করতে পারে।’

আগামী ১৮ নভেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে এ পরীক্ষা। আগামীকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে বক্তব্য রাখবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সচিব আকরাম-আল-হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিতি থাকবেন।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ার পর থেকে প্রশ্নপত্রে বহুনির্বচনী (এমসিকিউ) অংশ ছিল। বহুনির্বচনী অংশ প্রশ্নপত্রে থাকায় প্রশ্নপত্র ফাঁস হয় বলে লক্ষ্য করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতেই বহুনির্বচনী (এমসিকিউ) অংশ বাদ দিয়ে সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে এ বছর থেকে। অন্যদিকে এমসিকিউ প্রশ্নপত্র পদ্ধতিতে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করা সম্ভব নয় উল্লেখ করে শিক্ষাবিদদের বিভিন্ন সময়ে দাবি ছিল এমসিকিউ প্রশ্নপত্র থেকে তুলে দেওয়ার।

/আরএআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা