X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থী নাসিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়

তোফায়েল হোছাইন
১৫ নভেম্বর ২০১৮, ০২:১১আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০২:২৩

শিক্ষার্থী নাসিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়

রাজধানীর বাড্ডায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম আহমেদকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে বলেন, ‘মামলার আসামি আসিফ শিকদার (২১) ও নিহত নাসিম, তারা একই এলাকার বাসিন্দা। ক্যারম বোর্ড খেলাকে কেন্দ্র করে নাসিম ও আসামি আসিফ শিকদারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরেই নাসিমকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন আসামি আসিফ শিকদার (২১)।

গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এম এম কামরুল হাসান (উপ-পরিদর্শক) আসিফ শিকদারকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। রমজান ওরফে হক মিয়া এবং আব্দুর রশিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করেন।

বুধবার (১৪ নভেম্বর) মামলাটির ধার্য তারিখ ছিল। কিন্তু মামলার বাদী আলী আহমেদ সাইফ উদ্দীন অব্যাহতিপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে নারাজি দাখিল করবেন বলে সময়ের আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম আগামী ১৭ ডিসেম্বর শুনানির জন্য দিন ধার্য করেন।

চার্জশিটে মামলার তদন্ত কর্মকর্তা আরও বলেন, নাসিম এবং আসামিরা পূর্ব বাড্ডায় একই এলাকার বাসিন্দা এবং তারা পূর্বপরিচিত। আসিফ গত বছরের ৫ নভেম্বর রাত ৮টার দিকে ডিআইটি রোডের ৪ নম্বর রোডের মাছের আড়তের পাশে ক্যারম বোর্ড খেলছিল। ক্যারম বোর্ড খেলাকালে নাসিম এসে অকারণে আসিফের সঙ্গে চিল্লাচিল্লি ও বাকবিতণ্ডা করে। যার ফলে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। পরদিন (৬ নভেম্বর)  নাসিম বাসা থেকে বের হলে শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে আসিফ তার হাতে থাকা চাকু দিয়ে নাসিমকে আঘাত করে। এর ফলে নাসিমের শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নাসিম মারা যায়।

উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর সকালে রাজধানীর বাড্ডা থানার পোস্ট অফিসের গলির বাসার সামনে নাসিমের গলায় ও কোমরে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিম মারা যান। ঘটনার দিন রাতেই তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন নাসিমের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন।

 

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক