X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে হত্যা: ২ দিনের রিমান্ডে বাদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৮, ১৮:৫৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২০:০১

সাভারের আশুলিয়ার চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়ে জরিনা খাতুনকে (৪৫) হত্যা মামলার বাদী নুর ইসলাম ও তার মায়ের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৮ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলো জরিনা খাতুনের মেয়ের জামাই নুর ইসলাম ও তার মা আমেনা বেগম। এছাড়া স্বপন নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পরিদর্শক মো. শাহজাহান এই দুই আসামির সাতদিনের রিমান্ড ও স্বপনের জবানবন্দি রেকর্ড করার আবেদন করে আদালতে হাজির করেন।

এর আগে গত ১৬ নভেম্বর পিবিআই তিনজনকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার খাসকাওলী গ্রামের মৃত মহির উদ্দিনের স্ত্রী জরিনা খাতুন তার বাবা আলী মণ্ডলকে সঙ্গে নিয়ে গত ৯ নভেম্বর দুপুরে আশুলিয়া থানার গাজিরচট মুন্সীপাড়া এলাকায় মেয়ের জামাই নুর ইসলামের বাড়িতে বেড়াতে যান। ওই দিন বিকেলে নিজ বাড়ি সিরাজগঞ্জের উদ্দেশে বের হয়ে টাঙ্গাইলগামী একটি মিনিবাসে ওঠেন তারা। কিছুক্ষণ পর বাসে থাকা হেলপার ও আরও কয়েকজন লোক মারধর করে জরিনার বাবাকে আশুলিয়ার মরাগাং এলাকায় নামিয়ে দেয়। এরপর জরিনাকে বাসে করে নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে জরিনার বাবা বিষয়টি তার আত্মীয়-স্বজনকে জানান। খবর পাওয়ার পর জরিনার মেয়ের জামাই নুর ইসলামসহ জরিনার আত্মীয়-স্বজনরা এসে আশুলিয়া ব্রিজের উত্তর পাশে মরাগাং এলাকা থেকে জরিনার লাশ উদ্ধার করে।

ওই ঘটনায় নুর ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

/টিএইচ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা