X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রেস ক্লাবে শাহরিয়ার শহীদকে শেষ শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৮, ১৪:২২আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৪:৩৫


শাহরিয়ার শহীদকে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক ও সাংবাদিক শাহরিয়ার শহীদকে জাতীয় প্রেস ক্লাবে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাব প্রাঙ্গণে তার জানাজা শেষে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘শাহরিয়ার শহীদের লাশ সামনে রেখে যে কথাগুলো বলবো তার চেয়ে বেশি প্রয়োজন তার জন্য দোয়া করা। কারণ আমরা যে কথা বলবো সে শুনবে না। আমরা যে দোয়া করবো তা তার বিদেহী আত্মার কাজে লাগবে।’
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম বলেন, ‘আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ ছিল, অসাধারণ একটি ভালো ছেলে। আমরা সবাই তার জন্য দোয়া করি। আমরা যতদিন বেঁচে থাকবে তার স্মৃতি নিয়ে থাকবো।’  

শাহরিয়ার শহীদের জানাজা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘শাহরিয়ার শহীদ শুধু প্রেস ক্লাবের সদস্য ছিলেন না, আমার বন্ধু এবং সহপাঠী ছিলেন। আপনারা তার জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, বাসস-এর ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক শাহরিয়ার শহীদের প্রথম নামাজে জানাজা সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। এরপর শাহরিয়ার শহীদের মরদেহ সোয়া ১২টায় তার প্রিয় কর্মস্থল বাসসে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে নিয়ে আসা হয়। শাহরিয়ার শহীদের মরদেহ নরসিংদীর রায়পুরা উপজেলায় নেয়া হবে এবং সেখানে নামাজে জানাজা শেষে ডৌকার চরের পারিবারিক কবরাস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
শাহরিয়ার শহীদ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

 

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ