X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

অপ্রতুল নার্স দিয়েই চলছে দেশের স্বাস্থ্যসেবা খাত

তাসকিনা ইয়াসমিন
২০ নভেম্বর ২০১৮, ১৭:১৯আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৭:২৪





নার্স (ছবি: সংগৃহীত) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর ক্রিটিক্যাল করোনারি কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন আনোয়ারা বেগম। তার ছেলের অভিযোগ— ‘মায়ের চিকিৎসা করাতে এসে চিকিৎসকদের যতটুকু সহযোগিতা পেয়েছি, নার্সদের কাছে ঠিক ততটুকুই অবহেলা পেয়েছি।’ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, একটি দেশে প্রতি একজন চিকিৎসকের বিপরীতে তিন জন নার্স থাকার কথা। কিন্তু বাংলাদেশে এই অনুপাত হচ্ছে— ১:০.৫৬। চিকিৎসকরা বলছেন, ডাক্তারের তুলনায় পাঁচগুণ বেশি নার্স থাকা প্রয়োজন। বর্তমানে অপ্রতুল নার্স দিয়ে চলছে দেশের স্বাস্থ্যসেবা খাত। এরপরও নার্সরা যথাসাধ্য সেবা দিলেও কোনও কোনও ক্ষেত্রে তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আছে। দেশের নার্সিং ব্যবস্থাকে উন্নত করতে পারলে স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন আনা যাবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, প্রতি ১০ হাজার মানুষের বিপরীতে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফের সংখ্যা ভারতে ২৪ দশমিক ১ শতাংশ, পাকিস্তানে ১৪ দশমিক ৬, নেপালে ৬ দশমিক ৭ এবং বাংলাদেশে ৬ দশমিক শূন্য ৬ জন। 
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের তথ্যানুযায়ী, গত ৩১ অক্টোবর পর্যন্ত দেশে রেজিস্টার্ড ডিপ্লোমা নার্সের সংখ্যা ৫০ হাজার ৫৩৭ জন এবং রেজিস্টার্ড বিএসসি নার্সের সংখ্যা ৪ হাজার ৪৮ জন। সব মিলিয়ে রেজিস্টার্ড নার্স ও মিডওয়াইফের সংখ্যা এক লাখ ৩৪ হাজার ৯৬৮ জন। 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, বর্তমানে দেশে সরকারি নার্সিং কলেজ রয়েছে ১৮টি এবং বেসরকারি নার্সিং কলেজ ৪৫টি। এছাড়া, সরকারি নার্সিং ইনস্টিটিউ ৪৩টি এবং বেসরকারি নার্সিং ইনস্টিটিউট আছে ১৪৫টি। 
বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ভর্তি ছিলেন কুষ্টিয়ার আব্দুর রশীদের বাবা। বাংলা ট্রিবিউনকে রশীদ বলেন, ‘গত দু’মাস ধরে বাবাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরেছি। এসব হাসপাতালে যেমন ভালো নার্স পেয়েছি, আবার খারাপ নার্সেরও দেখা পেয়েছি। সিসিইউতে নার্সরা রোগীর কাছে থাকেন না।আমাদেরও রোগীর কাছে থাকতে দেওয়া না। দেখা গেছে, রোগীকে অক্সিজেন নেবুলাইজার  নার্সরা নিজেরা না দিয়ে আয়া ও ওয়ার্ড বয়দের দিয়ে দেওয়ায়। আর নার্সরা বসে বসে গল্প করে। ফেসবুক চালায়। রোগীর কোনও সমস্যার কথা বলতে গেলে তারা রেগে যায।’

আরেকজন রোগীর অ্যাটেনডেন্ট মো.টিপু সুলতান খান বাংলা ট্রিবিউনকে বলেন, রোগীদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে এখানকার নার্সরা যথেষ্ট উদাসীন। অথচ তাদের কাজই হচ্ছে রোগীর সেবা করা। এ জন্য প্রশাসনও দায়ী।’

নার্সিং ব্যবস্থাপনা নিয়ে খোদ চিকিৎসৎদেরও অভিযোগ রয়েছে। তাদের মতে, স্বাস্থ্য খাতের সবচেয়ে সেনসিটিভ ও সবচেয়ে নেগলেটেড খাত হচ্ছে নার্সিং বিভাগ। নার্সিংসেবা সবচেয়ে বেশি ইফেক্টিভ হওয়া দরকার। যে কোনও মেডিক্যাল কলেজ হাসপাতাল ত্রিমুখী ব্যবস্থাপনায় চলে। শিক্ষার্থী থেকে অধ্যাপক পর্যন্ত সবাই মেডিক্যাল কলেজের স্টাফ। শিক্ষকদের মূল কাজ ছাত্রদের শিক্ষাদান। মেডিক্যালে ভর্তি রোগীদের দেখার মূল দায়িত্ব পালন করেন চিকিৎসকরা। তারা হাসপাতালের চিকিৎসক নন। হাসপাতাল থেকে তারা বেতনভাতা বা সম্মানীও পান না। হাসপাতালে তারা রোগী দেখেন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে। কিন্তু সব রোগী শিক্ষা কার্যক্রমে প্রয়োজন হয় না। কিন্তু এই বিষয়টি শিক্ষা ব্যবস্থাপনায় উল্লেখ করা হয়নি। হাসপাতাল ব্যবস্থাপনায়ও বিষয়টির পরিষ্কার কোনও ব্যাখা নেই।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, হাসপাতালের রোগীদের দেখার দায়িত্ব মূলত রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রার ও মেডিক্যাল অফিসারদের। রোগী ব্যবস্থাপনায় অধ্যাপকের অধীনে থাকেন তারা। তাই জবাবদিহিতারও ভিন্নতা রয়েছে। এছাড়া, হাসপাতালগুলোতে বেডের তুলনায় পাঁচগুণ বেশি রোগী থাকে। চিকিৎসক ও নার্সরা কখনও রোগীদের ফেলে দেন না। সরকার অনেক নার্স নিয়োগ দিলেও রোগীদের সংখ্যার অনুপাতে তা খুবই কম। ফলে নার্সদের ঘাটতি থেকেই যাচ্ছে। 
চিকিৎসকদের মতে, একজন চিকিৎসক টানা ২৪ ঘণ্টা ধরে রোগীর বিষয়ে দায়িত্বশীল থাকেন, কিন্তু একজন নার্স আট ঘণ্টার বেশি কখনও ডিউটি করেন না। নার্সরা তিন শিফটে আট ঘণ্টা করে কাজ করেন। আমলারা এই বিষয়টি বুঝতে চাননা।ফলে  নার্সের অভাব থেকেই যায়।

অভিযোগ সম্পর্কে বিএসএমএমইউ এর নার্সিং সুপারিনটেনডেন্ট শান্তনা রাণী দাস বলেন, ‘আন্তর্জাতিক নিয়মানুযায়ী প্রতি চার জন রোগীর জন্য একজন এবং আইসিইউতে একজন রোগীর জন্য একজন নার্স থাকার কথা। কিন্তু আমাদের দেশে সেটা হয় না। বিএসএমএমইউ’র আইসিইউতে ২১টি বেডের বিপরীতে ৬০ জন নার্স আছেন।দিনে একজন নার্সের বিপরীতে দুজন রোগী দিই, কিন্তু রাতে একজন নার্সের বিপরীতে ৬-৭ জন রোগী থাকে। আমাদের নার্সরা চেষ্টা করেন ভালোভাবে সেবা দিতে। এরপরও মাঝে মাঝে অভিযোগ আসে।’
বিশিষ্ট নিউরোলজিস্ট ও সিনিয়র চিকিৎসক অধ্যাপক নোমান খালেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নার্সিং ব্যবস্থা যতদিন পর্যন্ত একত্রীকরণ ও যুগোপযোগী হবে না, ততদিন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সুদূর পরাহত!’ 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
রাফাহতে হামলা করা ‘ভুল’ হবে,নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
রাফাহতে হামলা করা ‘ভুল’ হবে,নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন