X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শাশুড়ি হত্যার মামলায় জামাই গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ১৭:৪৪আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২০:৫৪

গ্রেফতার রাজধানীর গুলশানে রওশন আরা ইসলাম (৬৬) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে তার মেয়ের জামাইকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ নভেম্বর) সকালে রওশন আরা ইসলামকে তার মেয়ের জামাই সাইফুল ইসলাম ভূঁইয়া লাঠি দিয়ে আঘাত করেন। এরপর আহতাবস্থায় তাকে গুলশানের শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই রওশন আরার মৃত্যু হয়। এরপর গুলশান থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর মেয়ের জামাই সাইফুলকে গ্রেফতার করা হয় বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

তিনি জানান, ‘নিহতের মেয়ে আলিয়া ফারজানার (৩৬) সঙ্গে সাইফুল ইসলাম ভূঁইয়ার কয়েক বছর আগে বিয়ে হয়। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। এ কারণে আলিয়া প্রায় দুই মাস ধরে তার বাবা-মায়ের কাছে তাদের গুলশান-২ নম্বর, ৩৭ নম্বর রোডের ৭ নম্বর ভাড়া বাসায় চলে যান। সোমবার সকালে সাইফুল তার স্ত্রীকে আনতে শ্বশুরের বাসায় যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে আলিয়াকে কাঠ দিয়ে আঘাত করেন সাইফুল। এ সময় মেয়েকে বাঁচাতে মা রওশন আরা এগিয়ে এলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন সাইফুল। তাদের চিৎকার শুনে শ্বশুর আনোয়ারুল হক এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার বাম হাত ভেঙে যায়।’

আহতাবস্থায় সবাইকে উদ্ধার করে গুলশানের শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা মারা যান। আর মেয়ে আলিয়া ফারজানাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সোমবার রাতেই শ্বশুর আনোয়ারুল হক বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এরপরই সাইফুলকে গ্রেফতার করে। মঙ্গলবার (২০ নভেম্বর) তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় গুলশান থানা পুলিশ।

/এআরআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা