X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

শাশুড়ি হত্যার মামলায় জামাই গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ১৭:৪৪আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২০:৫৪

গ্রেফতার রাজধানীর গুলশানে রওশন আরা ইসলাম (৬৬) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে তার মেয়ের জামাইকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ নভেম্বর) সকালে রওশন আরা ইসলামকে তার মেয়ের জামাই সাইফুল ইসলাম ভূঁইয়া লাঠি দিয়ে আঘাত করেন। এরপর আহতাবস্থায় তাকে গুলশানের শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই রওশন আরার মৃত্যু হয়। এরপর গুলশান থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর মেয়ের জামাই সাইফুলকে গ্রেফতার করা হয় বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

তিনি জানান, ‘নিহতের মেয়ে আলিয়া ফারজানার (৩৬) সঙ্গে সাইফুল ইসলাম ভূঁইয়ার কয়েক বছর আগে বিয়ে হয়। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। এ কারণে আলিয়া প্রায় দুই মাস ধরে তার বাবা-মায়ের কাছে তাদের গুলশান-২ নম্বর, ৩৭ নম্বর রোডের ৭ নম্বর ভাড়া বাসায় চলে যান। সোমবার সকালে সাইফুল তার স্ত্রীকে আনতে শ্বশুরের বাসায় যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে আলিয়াকে কাঠ দিয়ে আঘাত করেন সাইফুল। এ সময় মেয়েকে বাঁচাতে মা রওশন আরা এগিয়ে এলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন সাইফুল। তাদের চিৎকার শুনে শ্বশুর আনোয়ারুল হক এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার বাম হাত ভেঙে যায়।’

আহতাবস্থায় সবাইকে উদ্ধার করে গুলশানের শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা মারা যান। আর মেয়ে আলিয়া ফারজানাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সোমবার রাতেই শ্বশুর আনোয়ারুল হক বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এরপরই সাইফুলকে গ্রেফতার করে। মঙ্গলবার (২০ নভেম্বর) তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় গুলশান থানা পুলিশ।

/এআরআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
রংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
মান নিয়ে প্রশ্ন, নেই প্রতিকাররংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার