X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মানুষের শ্রবণশক্তি ধরে রাখবে ট্রেনিং সফটওয়্যার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ১৯:০৮আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২০:৪৭

মানুষের শ্রবণশক্তি ধরে রাখবে ট্রেনিং সফটওয়্যার বয়স বেড়ে যাওয়ার সঙ্গে অনেক সময় দেশের বেশিরভাগ বয়োজ্যেষ্ঠ মানুষের শ্রবণশক্তি কমতে থাকে। কখনও কম বয়সী অনেকের মধ্যে এ ধরনের সমস্যা দেখা দেয়। তাদের কেউ কানে শোনেন না, কেউবা কে কী বলছে তা বুঝতে পারেন না। তাদের জন্য সমাধান হতে পারে ‘অডিটরি ট্রেনিং সফটওয়্যার ’। এই পদ্ধতির মাধ্যমে চাইলে শ্রবণের দক্ষতা ঘরে বসেই যাচাই করা যাবে। মঙ্গলবার (২০ নভেম্বর) বিকালে বন্দরনগরী চট্টগ্রামের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত শ্রবণ মূল্যায়ন বিষয়ক সেমিনারে একথা জানানো হয়। এর আয়োজন করে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) অনুষদ।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) লেকচারার আবরার হোসাইন। তিনি বলেন, ‘আমাদের সমাজে যারা শুনতে পান না কিংবা কথোপকথনে সক্রিয়ভাবে অংশ নিতে গিয়ে পিছিয়ে পড়েন, তারা সহজে শ্রবণের পরীক্ষা করতে পারবেন নিজেই। যারা কানে কম শোনেন বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা, তাদের ব্যবহার করতে হবে বিশেষ হেডফোন। এরপর কোনদিক থেকে শব্দ আসছে তা নির্দেশ করে তাদের জানিয়ে দেবে সফটওয়্যারটি।

দিনে দিনে বিভিন্ন কারণে মানুষের শ্রবণশক্তি কমে যাওয়ার কথা উল্লেখ করেন আবরার হোসাইন। ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এই শিক্ষক মনে করেন, ‘পদ্ধতিটি নির্দিষ্ট ভাষাভিত্তিক হওয়ায় যেকোনও দেশের মানুষের জন্য ব্যবহার করা যাবে। এটি বহনযোগ্য। ভবিষ্যতে বাংলা ভাষায় এই পদ্ধতি ব্যবহার করা গেলে বহু মানুষ উপকৃত হতে পারেন।’

অনুষ্ঠানে ছিলেন ইঞ্জিনিয়ারিং স্কুলের সব শিক্ষক ও শিক্ষার্থী। সেমিনারে সভাপতিত্ব করেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর ড. আসিফ ইকবাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন