X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ১৯:৩৮আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:০২

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া (ফাইল ছবি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুলের ইসলাম মিয়াকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি (উত্তর)-এর অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলাইন সিথিল বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিবির অতিরিক্ত উপ-কমিশনার বলেন, ‘তার নিজ বাস ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’

এর আগে, মঙ্গলবার দুর্নীতির মামলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

এদিকে, রায় ঘোষণার সময় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া হাজির না থাকায় আদালত আসামির প্রতি সাজার পরোয়ানা ইস্যু করেন।

আসামির পক্ষে আইনজীবী গোলাম মোস্তফা খান ও ইকবাল হোসেন রায় পেছানোর জন্য সময়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী মোশারফ হোসেন কাজল মামলাটি পরিচালনা করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৪ সালের ৭ এপ্রিল রফিকুল ইসলাম মিয়াকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। জবাব দেওয়ার জন্য তাকে ৪৫ দিন সময় দেওয়া হয়।  দুদকের নোটিশ গ্রহণ করলেও নির্ধারিত সময়ের মধ্যে রফিকুল ইসলাম মিয়া কোনও জবাব দেননি। পরে ২০০৪ সালের ১৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে দুদক আইনের ৪(২) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৭ সালের ১৪ নভেম্বর আসামির বিরদ্ধে একই ধারায় অভিযোগ গঠন করেন আদালত।

 

/এআরআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা