X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

২০৩০ সাল নাগাদ সিওপিডি হবে মৃত্যুর তৃতীয় প্রধান কারণ

তাসকিনা ইয়াসমিন
২১ নভেম্বর ২০১৮, ১৯:৪৪আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৯:৪৮





২০৩০ সাল নাগাদ সিওপিডি হবে মৃত্যুর তৃতীয় প্রধান কারণ ধূমপান, ধোঁয়া ও ধুলায় বেড়ে যাওয়া রোগ সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) হবে ২০৩০ সাল নাগাদ মানুষের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। এ রোগ একবার হলে আর ভালো হয় না, তবে নিয়ন্ত্রণে রাখা যায়। রোগটি প্রতিরোধে ধূমপান না করার পরামর্শ চিকিৎসকদের। একইসঙ্গে শিশুর সিওপিডি প্রতিরোধে গর্ভবতী মাকে ধূমপান থেকে দূরে থাকতে বলেছেন তারা।
বুধবার (২১ নভেম্বর) বিশ্বব্যাপী সিওপিডি দিবস পালিত হচ্ছে। বাংলাদেশেও দিবসটি পালন করছে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও ফার্মাসিউটিক্যালস কোম্পানিসহ এ রোগ প্রতিরোধে গঠিত চিকিৎসকদের সংগঠন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) তথ্যমতে, সিওপিডি একক কোনও রোগ নয়, ক্রনিক ব্রংকাইটিস ও অ্যাজমা— এ দুটি রোগের সমন্বয়। সংস্থাটি ধারণা করছে, ২০৩০ সালে বিশ্বে মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হবে সিওপিডি।
দ্য গ্লোবাল বার্ডেন ডিজিজ স্টাডি রিপোর্টের তথ্যানুযায়ী, ২০১৫ সাল পর্যন্ত বিশ্বব্যাপী এই রোগে ৩১ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা জানান, ধূমপায়ীরা প্রধানত সিওপিডি রোগী। অনুন্নত দেশে সিওপিডিতে আক্রান্তদের মধ্যে ৯০ শতাংশের মৃত্যু ঘটে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সিওপিডি থেকে রক্ষা পেতে একটিই পরামর্শ— নিজে সিগারেট খাবেন না এবং অন্যকে খেতে দেবেন না। তাহলে বিশ্বে সিওপিডি অর্ধেক কমে যাবে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডা. মোহাম্মদ মাহমুদুন্নবী বলেন, সিওপিডিতে আক্রান্তদের শ্বাসকষ্ট হয়। অনেক সময় ইনহেলার দিয়ে রোগীদের ভালো রাখার চেষ্টা করি। এটা ঋতু পরিবর্তনের সময় বেড়ে যায়। তখন প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে তারা ভর্তি হন।
রোগটি প্রতিরোধ প্রসঙ্গে ডা. মাহমুদুন্নবী বলেন, ‘প্রথমেই ধূমপান ত্যাগ করতে বলি। মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করেন যারা তাদের ঝুঁকি বেশি থাকে। তিনি বলেন, বাংলাদেশে দিন দিন ধুলা বাড়ছে। এতে সিওপিডি হওয়ার ঝুঁকি নেই। তবে ধুলাবালিতে সরাসরি অ্যাজমার প্রভাব আছে।
জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসক সাদিয়া সুলতানা রেশমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশে এখন সিওপিডি নারী রোগীর সংখ্যাও অনেক বেশি। ধারণা করি, দেশের ২১ ভাগ মানুষ এই রোগে আক্রান্ত।’ গর্ভবতী মা ও শিশুর প্রসঙ্গে তিনি বলেন, গর্ভাবস্থায় ধূমপান করলে সন্তানের জেনেটিক গঠন ক্ষতিগ্রস্ত হয়। শিশুর বৃদ্ধি তুলনামূলক কম হয়। অনেক ক্ষেত্রে গর্ভেই শিশুর মৃত্যু হতে পারে। তাই গর্ভাবস্থায় ধূমপান অবশ্যই নিষিদ্ধ।’

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি