X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘ফেনসিডিল’সহ বিএনপির মনোনয়ন প্রত্যাশী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৮, ০১:২৮আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ০১:৪০

মঈনউদ্দীন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মঈনউদ্দীন নামের একজন ইউপি চেয়ারম্যানকে র‌্যাব আটক করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মোসাম্মত তানিয়া খাতুন। মঈনউদ্দীন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান।

বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে নিয়ে তাকে নিয়ে যায় র‌্যাব-৬ ঝিনাইদহ।

এ ব্যাপারে র‌্যাব বাংলা ট্রিবিউনকে জানায়, রাজনৈতিক কোনও কারণে বা পরিচয়ে নয়, অন্তত ১১০ বোতল ফেনসিডিলসহ মঈনউদ্দীনকে আটক করা হয়েছে।

আটক মঈনউদ্দীনের স্ত্রী মোসাম্মত তানিয়া খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার রাত পৌনে দশটার দিকে দিকে র‌্যাবের ঝিনাইদহ, সিপিসি-২ ক্যাম্পের কয়েকজন সদস্য তার স্বামীকে বাড়ি থেকে আটক করে।’ তিনি আরও বলেন, ‘আমার স্বামীর নামে তারা মামলা দেবে বলেছে।’ 
এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব-৬ (ঝিনাইদহ) ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অন্তত ১১০ বোতল ফেনসিডিল পেয়েছি মঈনউদ্দীনের সঙ্গে। আরও প্রায় ২২০ বোতল ফেনসিডিল তৈরির উপকরণও পেয়েছি। তার স্ত্রী তো সব জানেই।’ মাসুদ আলম আরও বলেন, ‘তাকে কোনও রাজনৈতিক পরিচয়ে নয়, হাতেনাতে মাদকসহ আটক করেছি। তার বিরুদ্ধে আরও মামলা আছে।’

ছবিটি সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত
আটক মঈনউদ্দীনের স্ত্রী তানিয়া খাতুন দাবি করেছেন, তার স্বামী অন্তত শেষ তিনমাস বাড়িতেই ছিলেন না। বুধবারই তিনি বাড়ি যান। তিনি জ্বরে ভুগছিলেন বলেও জানান স্ত্রী তানিয়া খাতুন। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘মঈনদ্দীনের আটকের বিষয়টি তিনি জীবননগর থানায় অবহিত করেননি। ’

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, মো. মঈনউদ্দীন খান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তিনি বিএনপি থেকে মনোনয়ন ফরম উত্তোলন করে জমা দিয়েছেন। ঢাকায় এসে সাক্ষাৎকারও দিয়ে গেছেন।










উল্লেখ্য, বুধবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়ন প্রত্যাশী পাঁচ জনসহ গ্রেফতার হওয়া ৫২৯ জন নেতাকর্মীর একটি তালিকা জমা দিয়েছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা সালাহউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই তালিকা জমা দেয় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে। এ নিয়ে তৃতীয় দফায় গ্রেফতার ও মামলাভুক্ত নেতাকর্মীদের তালিকা ইসিতে জমা দিলো বিএনপি। গ্রেফতার হওয়া মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বাগেরহাট-৪আসনে বিএনপি নেতা ইব্রাহিম হোসেন, গাইবান্ধা-২ আসনে দলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, নেত্রকোনা সদর-২ আসনের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আনোয়ারুল হক রয়েল, ঢাকা মহানগর-১০ আসনের ঢাকা দক্ষিণ মহানগর দক্ষিণ যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি ও যশোর জেলা বিএনপির সহ-সভাপতি আবুবক্কর আবু।



/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়