X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নিপুণ রায় চৌধুরীসহ ১৩ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৮, ১৭:০০আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৮:১২

নিপুণ রায় চৌধুরী। (ফাইল ছবি) রাজধানীর নয়াপল্টনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন থানার দায়ের করা মামলায় দলটির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ১৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত অন্য এক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন।

নিপুণ রায় ছাড়া কারাগারে যাওয়া আসামিরা হলেন—মো. ইউনুস মৃধা, মো. আবুল হাশেম সবুজ, মামুন অর রশিদ, আরিফা সুলতানা রুমা, আমির হোসেন, মো. মহসীন, রাকিবুল ইসলাম, মাহবুবুল আলম, জাকির হোসেন, ইব্রাহিম হোসেন, মাহফুজুল ইসলাম ও অয়ন আহমেদ।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল জোনের পরিদর্শক কামরুল ইসলাম আপেল জমাদার নামে এক আসামির ১০ দিনের রিমান্ড ও দুজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে গত শুক্রবার (১৬ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) নিপুণসহ সাতজনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান এবং অন্য চার আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে দেন।

আসামিপক্ষে শুনানি করেন নিপুণ রায়ের বাবা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

গত ১৪ নভেম্বর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় গতকাল মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব বিভাগ) কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের অন্তত ২০ জনসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় পল্টন থানায় নাশকতার অভিযোগে তিনটি মামলা দায়ের করে পুলিশ।

/টিএইচ/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!