X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী দিবস উপলক্ষে সীমা সরকার ও হাসান আহমেদ চৌধুরী কিরণকে সম্মাননা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৫০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৭

প্রতিবন্ধী দিবস উপলক্ষে সীমা সরকার ও হাসান আহমেদ চৌধুরী কিরনকে সম্মাননা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ শনিবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মোজাফ্ফর আহমেদ অডিটোরিয়ামে প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা-প্রবেশগম্যতা নিয়ে এক আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী সন্তানকে পরম আদরে গড়ে তোলার নিদর্শন হিসেবে বিবিসি’র জরিপে ১০০ সাহসী নারীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থী হৃদয় সরকারের মা সীমা সরকার এবং দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে ঢাবির ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিম। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন পিডিএফ এর সভাপতি মো. নাজমুস সাকিব।

হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানে বলেন, ‘একটু সুযোগ পেলে প্রতিবন্ধীরাও শত বঞ্চনা পেরিয়ে নিজেদের তুলে ধরতে পারেন। দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশে প্রথমবারের মত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সংসদীয় পদ্ধতিতে এক বিতর্ক প্রতিযোগিতা তাদের কর্মসংস্থানের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়। এরই ধারাবাহিকতায় ডিবেট ফর ডেমোক্রেসির প্রচেষ্টায় পাঁচ জন শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে দেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য আরও ব্যাপক সাড়া পড়েছে।’

অন্যদিকে শারীরিক প্রতিবন্ধী সন্তান হৃদয় সরকারকে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা প্রদানকারী হিসেবে বিবিসি’র করা বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৮১ তম স্থান পাওয়ায় সীমা সরকারকেও বিশেষ সম্মাননায় ভূষিত করে পিডিএফ। গত ২১ সেপ্টেম্বর ঢাবি’র ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন ছেলে হৃদয়কে কোলে করে সিঁড়ি ভেঙে পরীক্ষার হলে নিয়ে যান। যা সামজিক যোগাযোগ মাধ্যমের কারণে ব্যাপক আলোড়ন তৈরি করে। প্রতিবন্ধী কোটায় ঢাবিতে ভর্তির সুযোগ পান হৃদয় সরকার।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজজামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশকে প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদেও জন্য প্রয়োজনীয় র‌্যাম্প তৈরি, ব্রেইল বই সরবরাহসহ প্রতিবন্ধীবান্ধব ক্লাসরুম তৈরির পরিকল্পনা রয়েছে।’

বাংলাদেশের ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘প্রতিবন্ধী শিশুরা স্বর্গের সন্তান। তাদের প্রতি মানবিক আচরণ ও সুবিচার করতে হবে। কর্মমুখী শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মুলধারার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।’

ড. সাদেকা হালিম জানান, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যত দ্রুত সম্ভব আফিফা-সাদেকা স্মারক বৃত্তি প্রবর্তন করা হবে। খুব দ্রুতই এই স্মারক বৃত্তির কর্ম পরিকল্পনা ঘোষণা করা হবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ